New Update
/indian-express-bangla/media/media_files/2025/02/21/L2mIUYdIVYM9WFHGxnya.jpg)
রাজের জন্মদিনে 'রাজশ্রী মোমেন্ট' শেয়ার করলেন শুভশ্রী
রাজের জন্মদিনে 'রাজশ্রী মোমেন্ট' শেয়ার করলেন শুভশ্রী
২১ ফেব্রুয়ারি পরিচালক রাজ চক্রবর্তীর জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে প্রিয় মানুষের ঠোঁটে ঠোঁট রেখে ভালবাসায় ভেসেছেন বার্থডে বয় রাজ চক্রবর্তী! শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে এমনই আদরে-ভালবাসায় মাখামাখি ছবি। প্রসঙ্গত, রাজ ঘরণীর পোস্ট করা এই ছবিগুলো জন্মদিনের সকালের নয়। প্রিয়তমকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে যুগলের প্রেমমাখা মুহূর্তের ছবি শেয়ার করেছেন শুভশ্রী।
রাজের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানালেন প্রিয়তমা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বামী-স্ত্রীর লাভিডাভি মুহূর্ত শেয়ার করে লিখেছেন, 'হ্যাপি বার্থডে পার্টনার। প্রার্থনা করি জীবনের সব সুখ তুমি পাও। বুঝতে পারি না কী ভাবে ব্রুনো মার্স তোমার জন্য আমার অনুভূতিটা বুঝে যান।'
রাজের জন্মদিনে ঠোঁটে ঠোঁট রাখা বেশ কয়েকটি ঘনিষ্ঠ মুহূর্ত শেয়ার করেছেন শুভশ্রী। কখনও পুলের ধারে তো কখনও বেড রুমে ঠোঁটে ঠোঁট রেখে প্রেমে মশগুল তারকা দম্পতি। প্রাকবিবাহ থেকে বিবাহ পরবর্তী সময়, একান্ত যাপনের নানা মুহূর্ত শেয়ার করেছেন শুভশ্রী।
রাজের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তের কোলাজে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রথম ছবিটা তো দেখলেই বোঝা যাচ্ছে, বেশ পুরনো। হয়তো বিয়ের আগের কোনও এক মুহূর্ত। কখনও আবার স্ত্রীর কোলে মাথা রেখে নিশ্তিন্তে রাজ। মনের মানুষের কপালে চুমু এঁকে দিচ্ছেন শুভশ্রী। এছাড়াও তারকা দম্পতির রঙিন মুহূর্তগুলো রাজের জন্মদিনে শেয়ার করে শুভেচ্ছা জানালেন শুভশ্রী।
শুভশ্রীর পোস্টের কমেন্ট বক্সে আরও একবার ভালবাসার ইস্তেহার করে রাজ লিখলেন, 'আমার ভালবাসা, তুমিই সেরা।' আর শুভশ্রীকে রাজের প্রতি প্রেম জাহির করতে সাহায্য করলেন মার্কিন গায়ক ব্রুনো মার্স। ছবির সঙ্গে রয়েছে ব্রুনোর গাওয়া জনপ্রিয় গান 'ডাই উইথ আ স্মাইল'-যার বাংলা তর্জমা করলে হয়, 'তুমি যেখানেই যাও আমি তোমার সঙ্গে আছি। ভবিষ্যৎ কেউ দেখেনি। তাই প্রতিটা রাত চূড়ান্ত রাত ভেবে তোমাকে ভালবাসব। এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমি তামার পাশে থাকব।'
শুভশ্রীর পোস্টে রাজকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সুদীপা চট্টোপাধ্যায় থেকে অনিন্দিতা রায়চৌধুরী, মৌনী রায় সহ অনুগামীরা। প্রসঙ্গত, রাজ পরিচালিত সেষ ছবি সন্তান বক্স অফিসে বেশ ভালই ব্যবসা করেছে। এই ছবিতে আইনজীবীর চরিত্রে শুভশ্রীর অভিনয়ও দাগ কেটেছে দর্শকের মনে।
অঙ্কুশের গালে চুমু খাচ্ছেন রাজ। সেই ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার মির্জা। ক্যাপশনও বেশ মজাদার। রাজকে শুভেচ্ছাবার্তায় লিখেছেন, 'হ্যাপি বার্থডে মাই লাভ'। কমেন্ট বক্স রাজও পালটা লিখেছেন, 'লাভ ইউ'।