সোনাক্ষী সিনহার পর এবার বিয়ে আটকে যাবেন হুমা কুরেশি? নাম জড়িয়ে যাচ্ছে 'ইয়া' অভিনেতার সঙ্গে
সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী হুমা কুরেশির বান্ধবী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল।এদিকে হুমার বিয়ের আলোচনা শুরু হয়েছে।সোনাক্ষীর বিয়েতে, হুমাকে তাঁর কথিত প্রেমিক অর্থাৎ রচিত সিংয়ের সাথে দেখা গিয়েছিল।বিয়েতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর ফের তাঁদের ডেটিং নিয়ে আলোচনা শুরু হয়েছে। সোনাক্ষীর পর হুমা খুব শিগগিরই বিয়ে করবেন বলে মনে করছেন ভক্তরা।হুমা কুরেশির কথিত প্রেমিক রচিত সিং একজন বিখ্যাত অভিনয় প্রশিক্ষক এবং অভিনেতা।রিপোর্ট অনুযায়ী, আলিয়া ভাট, ভিকি কৌশল, রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, অনুষ্কা শর্মা, সইফ আলি খানের মতো বিখ্যাত অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন রচিত।রচিত সিং রাভিনা ট্যান্ডনের ওয়েব সিরিজ 'কর্মা কলিং'-এও উপস্থিত হয়েছেন।সোনাক্ষীর বিয়ের আগে শাহরুখ খানের স্ত্রী গৌরী খানের রেস্তোরাঁয় হুমা ও রচিতকে একসঙ্গে দেখা গিয়েছিল।হুমা এবং রচিতের সম্পর্কের আলোচনা চলাকালীন, তাঁরা কেউই এ সম্পর্কে আনুষ্ঠানিক প্রকাশ করেননি (সব ছবি- সোশ্যাল মিডিয়া)