সিনেমা-টিনেমা Photos স্বাধীনতার ৭৫: কীভাবে উদযাপন করলেন জিৎ-মিমি, প্রসেনজিৎ-ঋতুরা? দেখুন 'অমৃত মহোৎসবে' মেতেছেন টলিউড তারকারা। দেখুন ছবিতে ছবিতে... Written by Anurupa Chakraborty 'অমৃত মহোৎসবে' মেতেছেন টলিউড তারকারা। দেখুন ছবিতে ছবিতে... Anurupa Chakraborty 15 Aug 2022 15:33 IST Follow Us New Update টলিউড তারকাদের স্বাধনীতা দিবস উদযাপন অভিনেত্রী কোয়েল মল্লিক হাতে জাতীয় পতাকা ধরেই সোশ্যাল মিডিয়ায় স্বাধীনতার বার্তা দিলেন, লিখলেন জয় হিন্দ। স্বাধীনতা দিবস উপলক্ষে নিজের বাড়ির বারান্দায় তিরঙ্গা ওড়ালেন দেব, গতকালই আজাদি উৎসবে অংশ নিয়েছিলেন অভিনেতা রাজ-শুভশ্রী পুত্র ইউভান ব্যাস্ত স্বাধীনতা উদযাপনে। ছোট্ট ইউভানের হাতে জাতীয় পতাকা। উচ্ছ্বাস যেন ধরছে না তাঁর। ঋতুপর্ণা সেনগুপ্ত সকলের সঙ্গে কাটালেন স্বাধীনতা দিবস। অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন সকলকে। জিৎ যোগ দিলেন অমৃত মহোৎসবে। পরনে সাদা পাঞ্জাবী, অভিনেতা সবুজ আবিরে ওড়ালেন জাতীয় পতাকা। অভিনেত্রী মিমি চক্রবর্তী গতকাল রাতেই শুভেচ্ছা জানিয়েছিলেন। হাতে তিরঙ্গা, স্যালুট জানালেন স্বাধীনতা সংগ্রামীদের। প্রসেনজিত চট্টোপাধ্যায়ের স্বাধীনতা দিবসে রয়েছে আভিজাত্যের ছোঁয়া। সকলকে স্বাধীনতার শুভেচ্ছা জানালেন, লিখলেন শহিদদের বলিদান বৃথা যাবে না। অমর হোক! সকালবেলাই পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছিলেন নুসরত জাহান। আর এবার তিরঙ্গার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলেন তিনি। আবির চট্টোপাধ্যায় নিজের শুটিং এর ছবি শেয়ার করেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন। অবরোধ ২-এ জওয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। যশ স্বাধীনতার শুভেচ্ছা জানালেন দর্শকদের। তিরঙ্গা হাতে একমুখ হাসি অভিনেতার, অমৃত মহোৎসবে হাজির তিনিও। সোহমের স্বাধীনতা উদযাপন শুরু হয়েছে গতকাল থেকেই। পতাকা তুললেন, গান্ধীজীকে শ্রদ্ধা জানালেন। শুভেচ্ছা জানালেন তাঁর অনুরাগীদেরও। বাইকে জাতীয় পতাকা, স্বাধীনতা দিবসে শহিদদের স্যালুট বিক্রম চট্টোপাধ্যায়ের। prosenjit chatterjee Dev jeet koel mallick Vikram Chatterjee Mimi Chakraborty 75 Years Independence Day 2022 Read More আমাদের নিউজলেটার সদস্যতা! একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন এখন সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রবন্ধ পড়ুন