New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/feature-11.jpg)
ফ্লোরা সাইনি, রূপাঞ্জনা মিত্র থেকে দক্ষিণের শ্রী রেড্ডি, গোটা ভারত জুড়েই সরব হয়েছেন অভিনেত্রীরা। ছবি: সোশাল মিডিয়া থেকে
মিটু প্রসঙ্গে রাধিকা জানিয়েছিলেন, একবার এক দক্ষিণী সুপারস্টার শুটিংয়ের প্রথম দিনেই রাধিকার পায়ের পাতায় আচমকা সুড়সুড়ি দিতে শুরু করেন। রাধিকা কষিয়ে একটা থাপ্পড় মেরেছিলেন ওই তারকাকে শুটিং ফ্লোরেই। প্রযোজক গৌরাঙ্গ দোশির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন 'স্ত্রী', 'গন্দি বাত' ও 'দুপুর ঠাকুরপো সিজন ৩' অভিনেত্রী ফ্লোরা সাইনি। শুধুমাত্র যৌন শোষণ নয়, ফ্লোরাকে শারীরিকভাবে আঘাতও করেছেন প্রযোজক, এমন অভিযোগ উঠেছিল। প্রযোজক-পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ আচরণ ও অস্বস্তিকর আলিঙ্গনের অভিযোগ এনেছেন রূপাঞ্জনা মিত্র যদিও অরিন্দম শীল এই অভিযোগ অস্বীকার করেছেন। দক্ষিণী অভিনেত্রী শ্রী রেড্ডি মিটু আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁর নিজের অভিজ্ঞতা জানান। দক্ষিণের একাধিক প্রযোজক, পরিচালক ও অভিনেতা তাঁকে যথেচ্ছ ব্যবহার করেছেন, এমনই অভিযোগ তাঁর। স্বরা ভাস্কর এক সাঙঘাতিক অভিজ্ঞতার কথা বলেছিলেন। প্রায় দুমাসের জন্য একটি ছবির আউটডোর শুটিংয়ে যেতে হয় তাঁকে। সেখানে প্রযোজক তাঁর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। ভয়ে শুটিংয়ের পরে ঘর বন্ধ করে, আলো নিভিয়ে বসে থাকতেন স্বরা যাতে বার বার ফোন করে তাঁকে বিরক্ত না করেন ওই প্রযোজক। মিটু নিয়ে অদিতি রাও হায়দারির অভিজ্ঞতা অতটাও খারাপ নয়। তাঁকে যৌন হেনস্থা সহ্য করতে হয়নি ঠিকই। কিন্তু অদিতি জানিয়েছিলেন যে তিনি আপোষ করেননি বলে বহু কাজের সুযোগ হাতছাড়া হয়েছে। কুইন ছবির পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে একাধিক মহিলা মিটু-র অভিযোগ এনেছেন। কঙ্গনার অভিযোগ ছিল যে বিকাশ জোর করে তাঁকে জড়িয়ে ধরেছিলেন। পরিচালক পাভেলের বিরুদ্ধে মাস কয়েক আগেই মিটু-র অভিযোগ এনেছিলেন অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী যা প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-য়। পরিচালক ওই অভিযোগ অস্বীকার করেন। শুধু পুরুষদের বিরুদ্ধেই যে মিটু-র অভিযোগ উঠেছে তা নয়। কমেডিয়ান কনিজ সুরকা আর এক মহিলা কমেডিয়ান অদিতি মিত্তলের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন। অভিযোগ, অদিতি তাঁকে জোর করে চুমু খেয়েছিলেন। স্বপ্না পাব্বি তনুশ্রী দত্তের পদক্ষেপের সমর্থনে জানান, একবার ইচ্ছার বিরুদ্ধে অত্যন্ত অস্বস্তিকর একটি বিকিনি পড়তে হয় তাঁকে। তিনি আপত্তি জানালে প্রযোজক স্বপ্নার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তোলেন। স্বপ্নার অভিযোগ, এই ব্য়াপারে প্রযোজকের পক্ষ নিয়েছিলেন মহিলা স্টাইলিস্ট স্বয়ং।