New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/12/priyanka-nick-reception-photos-feature.jpg)
প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের মুম্বইয়ের রিসেপশন
১৯ ডিসেম্বর, নিক জোনাস ও প্রিয়াঙ্কা চোপড়ার মুম্বই রিসেশপন ছিল সাদা মাটা। পরিবারের লোকজন, ঘনিষ্ঠ বন্ধু ও মিডিয়ার লোকজনদের জন্য আয়োজন করা হয়েছিল এই পার্টির। রিসেপশনে দেখা গেল ডিজাইনার নীতা লুল্লাকেও। মিডিয়াকে ধন্যবাদ জানালেন দেশী গার্ল। ১ ও ২ ডিসেম্বর যোধপুরে বিয়ে করেছেন প্রিয়াঙ্কা ও নিক। এদিন নীল রঙা গাউনে অনবদ্য লাগছিল পিগি চপসকে, সঙ্গে ছিলেন স্যুটের বুটেট নিক। প্রিয়াঙ্কার মা মধু চোপড়াই আয়োজন করেছিলেন এই পার্টির। নিক জোনাসের সঙ্গে পোজ দিতে গিয়ে লজ্জাও পেলেন পিগি। ২০ ডিসেম্বর বলিউড তারকাদের জন্য আরও রিসেপশনের আয়োজন করবেন এই জুটি।