New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/raj759.jpg)
আর কে স্টুডিওতে মুম্বাইয়ের আইকন রাজ কাপুর এবং নার্গিস।
কাপুর পরিবারগুলির ছবিগুলিকে আর কে স্টুডিওর দেয়ালের সাজানো রয়েছে। আরকে স্টুডিওতে হোলি উদযাপন রণবীর কাপুর একটি তরুণ সাজিদ নদিয়াড় ওয়ালাকে একটি ট্রফি উপহার দেন আর.কে স্টুডিওর কসটিউম বিভাগে নার্গিস কিংবদন্তি অভিনেতা পৃথ্বীরাজ কাপুর ব্যস্ত ছবির মহরতে। মুম্বাইয়ের চেম্বুর স্টুডিওতে রণবীর কাপুর স্টুডিওতে ট্রাকে করে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে সানগামের পোস্টার। আরকে স্টুডিওতে নিরুপা রায় নৃত্যশিল্পী রাইসাস হজজিয়াডোয়াকে অভিনন্দন জানান রাজেন্দ্র কুমার রাজ কাপুরকে একটি ফুলের তোড়া উপহার দেন 'এক পহেলি' ছবির শটের জন্য রাজ কাপুর ক্ল্যাপার বোর্ডের দায়িত্বে ছিলেন। রাজ কাপুর এবং নার্গিসকে বিশাল আয়তনের কেক উপহার দেন। আর কে স্টুডিওতে রাজ কাপুর রাজ কাপুরের কন্যার বিবাহে গান করছেন মোহাম্মদ রফি।