সারা আলি খানের জন্মদিন আজ। মঙ্গলবার লাভ আজ কাল অভিনেত্রী তার পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশে জন্মদিন পালন করলেন।
জন্মদিনের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সারা। যেখানে দেখা যাচ্ছে জন্মদিনের কেক কাটছেন এবং বেলুন দিয়ে সাজানো রয়েছে ঘর।
জানা যাচ্ছে জন্মদিনের কেকটি তার ভাই ইব্রাহিম আলি খানের। যেখানে লেখা আছে, "শুভ জন্মদিন আপা জান"। অন্য একটিতে ছিল "কোয়ার্টার সেঞ্চুরি হয়ে গিয়েছে !! অভিনন্দন ”
সারা আলি খানে ২৫ তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সোহা আলী খান। নিজের ভাইজির সঙ্গে একটি সুন্দর ছবি শেয়ার করেছেন সোহা।