Ira Khan Wedding: আমির খানের মেয়ে ইরা বিয়ের আগে অতিথিদের কাছে কী চাইলেন?

কোর্ট ম্যারেজ শেষে আজ ৮ জানুয়ারি পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানে বিয়ে করবেন এই জুটি।

কোর্ট ম্যারেজ শেষে আজ ৮ জানুয়ারি পূর্ণাঙ্গ আচার-অনুষ্ঠানে বিয়ে করবেন এই জুটি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Ira Khan Ira Khan marriage Ira Wedding Photos

ইরা খান ওয়েডিং: আমির খানের মেয়ে ইরা তার দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরের সঙ্গে ৩ জানুয়ারি কোর্ট ম্যারেজ করতে চলেছেন। কোর্ট ম্যারেজ শেষে মুম্বাইয়ের তাজ হোটেলে একটি রিসেপশন পার্টি হবে। এই পার্টিতে প্রায় 900 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিয়েতে আগত অতিথিদের বিশেষ অনুরোধ জানিয়েছেন আইরা।

bollywood aamir khan Entertainment News ira khan