-
বহুদিন নিউরোএন্ডোক্রাইন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর বুধবার চলে গেলেন অভিনেতা ইরফান খান। তাঁর শেষ অভিনীত ছবি হোমি আদজানিয়ার আংরেজি মিডিয়াম। মেয়ের স্বপ্নপূরণে বাবার লড়াইয়ের ছবি মন কেড়েছিল দর্শকের। ১৯৮০ র শেষদিকে সিনেমা জগতে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রতিটা চরিত্রে সেলুলয়েডের দর্শকের মন জয় করে এসেছেন ইরফান। মকবুল অভিনেতাকে ছবিতে শ্রদ্ধার্ঘ্য। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
ভারতীয় সিনেমার অন্যতম বলিষ্ঠ অভিনেতা ২০১১ সালে সম্মানিত হয়েছিলেন পদ্মশ্রী পুরস্কারে। পান সিং তোমার ছবিতে তাঁর অভিনয় জাতীয় পুরস্কারে ভূষিত করেছিল অভিনেতাকে। এছাড়াও মকবুল, লাইভ ইন অ্যা মেট্রো, দ্য লাঞ্চবক্স ও অন্যান্য ছবির জন্য বহু সম্মানে সম্মানিত হয়েছে ইরফান খান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
বিরল টিউমারের সঙ্গে লড়াই করেও ইরফান খান নিজের ইতিবাচকতা ধরে রেখেছিলেন, তাঁর সেন্স অফ হিউমার বরাবর মুগ্ধ করেছে দর্শককে। ফ্যানেদের উদ্দেশ্যে তিনি বলতেন, ''কিছু অযাচিত অতিথি আমার শরীরে বাসা বেঁধেছে। এমনকী তিনি বলতেন, যদি জীবন তোমাকে লেবু দেয় আমরা লেমোনেড তৈরি করি। শুনতে ভাল লাগে, যখন হাতে অনেক লেবু থাকে, সেগুলো কুইস করা সহজ নয়। পজিটিভ থাকাটাই সবসময়ের পছন্দ হওয়া প্রয়োজন।'' ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
তিন দশকের লম্বা কেরিয়ারে এনএসডি প্রাক্তনী বিনোদনের জগতে অপরিহার্য হয়ে উঠেছিল এবং গুরুত্বপূর্ণ চরিত্রে নিজস্ব স্টাইলে জনপ্রিয় হয়েছিলেন তিনি। সলাম বম্বে ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেতা। তারপর অনেক বছরের কষ্টের পর ফের ২০০১ আসিফ কপাডিয়ার দ্য ওয়ারিয়র। এরপর আর থামেনি ইরফানের অভিনয়ের চাকা- হাসিল, মকবুল, লাইভ ইন অ্য মেট্রো, দ্য লাঞ্চবক্স, হায়দার, পিকু তালিকাটা লম্বা। পাড়ি জমিয়েছিলেন বিদেশেও- দ্য নেমসেক, দ্য দার্জিলিং লিমিটেড, স্ল্যামডগ মিলিয়েনিয়র, লাইভ অফ পাই এবং জুরাসিক ওয়ার্ল্ড। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
১৯ তম বার্ষিক কালার স্ক্রিন অ্যাওয়ার্ডে পান সিং তোমার ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার তুলে দিচ্ছেন রেখা। বরফি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে পুরস্কার ভাগ করে নিয়েছিলেন ইরফান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে শেষ কথোপকথনে ইরফান বলেছিলেন, "মৃত্যুর থেকে বড় ভয় কী জানেন? জীবনে মৃতপ্রায়ের মত বেঁচে থাকা। প্রতিকূলতার বিরুদ্ধে কাজ করতে এমন সবকিছুর সঙ্গেই আমি সম্পর্কযুক্ত। অলৌকিকতায় বিশ্বাস আছে।"
-
ইরফানের জন্য সিনেমা এবং অভিনয়ের অর্থ, গল্প (প্রয়োজনীয়) বলা, সেই মূহুর্তে বাঁচা, যার স্মৃতি তোমার সঙ্গে থেকে যাবে এবং অর্থহীন কিছুকে অর্থপূর্ণভাবে গড়ে তোলা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
লাইভ ইন অ্যা মেট্রো ছবির দৃশ্যে ইরফান খান। কঙ্কনা সেনশর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন অভিনেতা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
দ্য লাঞ্চবক্স ছবির দৃশ্যে ইরফান। এই ছবিতে সাধারণ চাকুরীজীবির ভূমিকায় তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
রোগ ছবিতে ইরফান খান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
দিললাগি টেলিভিশন সিরিজে নীনা গুপ্তার সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ইরফান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
তিন দশকের লম্বা কেরিয়ারে ইরফান নানা চরিত্রে অভিনয় করেছেন- ক্যানি মবস্টার, বিশ্বস্ত বন্ধু, খুনি, জঙ্গি, গ্যাংস্টার, থেকে একজন প্রেমিক, বয়ফ্রেন্ড, স্বামী সবকিছু। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
জসবা ছবিতে ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে কাজ করেছেন ইরফান। ছবিতে ফিল্মের প্রচারে দুই তারকা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
-
অভিনেতা আশুতোষ রানার সঙ্গে ইরফান খান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
