New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/Beyond-the-clouds-cover.jpg)
বিয়ন্ড দ্যা ক্লাউড
আজই মুক্তি পেল মাজিদ মাজিদির ছবি বিয়ন্ড দ্যা ক্লাউড। শাহিদ কাপুরের ভাই ঈশান খট্টর এই ছবিতে ডেবিউ করতে চলেছেন। মুক্তি পাওয়ার আগে এই ছবির প্রিমিয়ার হয়ে গেল মুম্বইতে। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন বলিউডের অনেক তারকা এছাড়াও ছিলেন ধড়কের সহ অভিনেত্রী জাহ্নবী কাপুর। রইল প্রিমিয়ারের কিছু ছবি। (Source: Photo by Varinder Chawla) জাহ্নবী কাপুর তাঁর বাবা বনি কাপুরের সঙ্গে এই ছবির প্রিমিয়ারে দেখতে এসেছিলেন। শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু আর বালকি এবং গৌরি শিণ্ডের সঙ্গে গল্প গুজব করতে দেখা যায় দুজনকে। (Source: Photo by Varinder Chawla) আর বালকি এবং গৌরি শিন্ডের সঙ্গে পোজ দিচ্ছেন ঈশান খট্টর (Source: Photo by Varinder Chawla) বিয়ন্ড দ্যা ক্লাউড ছবিটি দেখে বেরোনোর পর বাবা রাজেশ খট্টর এবং মা নীলিমা আজিম এর সঙ্গে ঈশান খট্টর (Source: Photo by Varinder Chawla) প্রিমিয়ারে উপস্থিত ছিলেন রমেশ সিপ্পি (Source: Photo by Varinder Chawla) ধড়ক এর পরিচালক শশাঙ্ক খৈতানও হাজির ছিলেন ছবিটির প্রিমিয়ারে (Source: Photo by Varinder Chawla) রমেশ সিপ্পি, মাজিদ মাজিদি, নীলিমা আজিম, সকলেই পোজ দিলেন চিত্রসাংবাদিকদের ক্যামেরার সামনে। (Source: Photo by Varinder Chawla)