New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/ashtami-759.jpg)
মহাষ্টমীর দিনে তারকাদের দুর্গাপুজো।
স্বপ্ন নগরী মুম্বইতেও চলছে মায়ের আরাধনা। অভিনেত্রী রানি মুখোপাধ্যায়কে দেখা গেল বাড়ির পুজোয়। ফোটো- ভারিন্দর চাওলা টলিউডে গৌরব চক্রবর্তী ও ঋদ্বিমা ঘোষও মেতেছেন প্যান্ডেল হপিংয়ে। বিভিন্ন মণ্ডপের ছবি দেখা যাচ্ছে তাদের প্রোফাইলে। ফোটো- ইনস্টাগ্রাম ইকো ফ্রেন্ডলি জিনিস দিয়ে তৈরি মণ্ডপে এলেন জুহি চাওলা। নিজেই শেয়ার করেছেন সেই ছবি। ফোটো- ইনস্টাগ্রাম মিমি চক্রবর্তী, নব্য নির্বাচিত সাংসদ ও অভিনেত্রী। ফোটো- ইনস্টাগ্রাম নিজের আইপিএল টিমের সঙ্গে কলকাতার পুজো মণ্ডপে জুহি চাওলা। ফোটো- ইনস্টাগ্রাম শনিবার একটি দুর্গাপুজোর মণ্ডপে অয়ন মুখোপাধ্যায় ও জয়া বচ্চন। ফোটো- ভারিন্দর চাওলা অনুরাগ বসু, ইমতিয়াজ আলি ও অয়ন মুখোপাধ্যায় একসঙ্গে ‘মুখার্জিদের দুর্গাপুজো’য়। ফোটো- ভারিন্দর চাওলা পুজোর পর সেলফি তুলতে ভুললেন না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিং। বিয়ের পর প্রথন পুজো তাদের। ফোটো- ইনস্টাগ্রাম বিভিন্ন প্যান্ডেল হপিং তো বটেই সেখানে গিয়ে প্রতিমার সঙ্গে সেলফি তুলতেও ভোলেননি প্রিয়াঙ্কা। ফোটো- ইনস্টাগ্রাম পুজোয় সাবেকী সাজে অয়ন মুখোপাধ্যায়। প্রতিমার সামনেই ছবি তুললেন ইমতিয়াজ আলির সঙ্গে। ফোটো- ইনস্টাগ্রাম টেলিভিশন অভিনেত্রী প্রাচী শাহ পাণ্ডে তার মেয়েকে নিয়ে মন্ডপে। ফোটো- ভারিন্দর চাওলা টেলিভিশনের জনপ্রিয় শো নাগিনের অভিনেত্রী সুরভি জ্যোতির পুজো সেলিব্রেশন। ফোটো- ইনস্টাগ্রাম