জুহি চাওলার জন্মদিন: জুহি চাওলা নয়ের দশকের সুপারহিট অভিনেত্রী ছিলেন। ৫৬ বছর বয়সী জুহি এখনও ছবি করছেন। ১৯৮৮ সালে চলচ্চিত্র জগতে প্রবেশের মাত্র কয়েক বছর পরে, জুহি চাওলা জয় মেহতাকে বিয়ে করেন। জয় মেহতার (জুহি চাওলা স্বামী) সঙ্গে বিয়ের পর অনেক কটূক্তি শুনতে হয়েছে জুহি চাওলাকে।জুহি চাওলার স্বামী জয় মেহতা তাঁর থেকে মাত্র ৬ বছরের বড়। যদিও সে দেখতে বেশ বড়।জয় মেহতাকে গোপনে বিয়ে করেছিলেন জুহি। জয় মেহতা আগে বিয়ে করেছিলেন কিন্তু তাঁর স্ত্রী বিমান দুর্ঘটনায় মারা যান।জয় মেহতার সঙ্গে জুহি চাওলার ছবি মিডিয়ায় প্রকাশিত হলে লোকেরা তাঁকে অনেক ভালো-মন্দ বলে। ভক্তরা বলতেন, টাকার জন্য এক বৃদ্ধকে বিয়ে করেছেন জুহি। কেউ কেউ তাঁকে টাকার লোভীও বলেন।তবে, জুহি চাওলা সবসময় তাঁর সমালোচকদের উপেক্ষা করতেন। জয় মেহতার সঙ্গে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন জুহি চাওলা। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।আমরা আপনাকে বলি যে জয় মেহতা একজন বড় ব্যবসায়ী। তিনি মেহতা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।ছবিঃ সোশ্যাল মিডিয়া