New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/06/KAALA-MOVIE-RELESE-kaala-release-2-1.jpg)
রজনীকান্তের ছবি কালা ঘিরে দেশের বিভিন্ন জায়গায় উন্মাদনা তুঙ্গে।
রজনীকান্তের ছবি কালা ঘিরে দেশের বিভিন্ন জায়গায় উন্মাদনা তুঙ্গে। দক্ষিণি এই ছবি নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে চোখে পড়েছে রজনী ফ্যানদের উচ্ছ্বাসে । তবে কালাই প্রথম নয়, থালাইভার যে কোনও ছবির মুক্তি উপলক্ষেই তাঁর ডাই হার্ড ফ্যানেরা হয়ে ওঠেন উল্লসিত সিনেমাহলের সামনে রজনী টি শার্ট পরে, আতসবাজি জ্বালিয়ে নাচে মত্ত ফ্যানেরা। এ ছবি ধরা পড়েছে মুম্বইয়ে। পর্দায় রজনীকান্তের দেখামাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন দর্শকরা কালা ছবিতে রজনী ছাড়াও অভিনয় করতে দেখা যাবে নানা পাটেকার, পঙ্কজ ত্রিপাঠী, হুমা কুরেশি, ধানুস, ঈশ্বরী রাওকে। কালা শো শুরুর আগে কাটা হল কেক।