স্বপ্নের প্রকল্প কলঙ্ক শুরু হচ্ছে, জানালেন করণ জোহর। এ ছবিতে থাকছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর। এছাড়া সব থেকে বড় চমক মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। প্রায় দুদশক পরে তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই সিনেমায়।
স্বপ্নের প্রকল্প কলঙ্ক শুরু হচ্ছে, জানালেন করণ জোহর। এ ছবিতে থাকছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর। এছাড়া সব থেকে বড় চমক মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। প্রায় দুদশক পরে তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে এই সিনেমায়। গতকাল রাতে এই ছবির সব কলাকুশলীরাই উপস্থিত ছিলেন একসঙ্গে করণ জোহরের পার্টিতে। তারই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরা হল
অভিনেতা-অভিনেত্রীর সকলেই বেশ উত্তেজিত এই সিনেমা নিয়ে। বরুণ ধাওয়ান এই ছবি নিয়ে বলতে গিয়ে জানিয়েছেন, ১৫ বছর আগে করণ জোহর এই সিনেমাটি পরিচালনা করতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্ন ১৫ বছর পরে বাস্তবায়িত হচ্ছে। করণ আমাকে এই ড্রিম প্রোজেক্টের যোগ্য মনে করেছেন বলে দারুণ লাগছে। এই ছবি পরিচালনা করছেন অভিষেক বর্মন।
ডেভিড ধাওয়ানের একটি ছবি শেয়ার করেছেন বরুণ ধাওয়ান।
সোনাক্ষী সিনহা এবং আদিত্য রায় কাপুরকে প্রথমবার এই ছবিতে একসঙ্গে দেখা যাবে। এই ছবি নিয়ে বলতে গিয়ে সোনাক্ষী সিনহা জানিয়েছেন," আমার গর্ব হচ্ছে করণের এই এপিক ড্রামা ছবির অংশ হতে পেরে...#কলঙ্ক"
আলিয়া ভাট লিখেছেন, এই ছবির সবচেয়ে গুরত্বপূর্ণ তিনজন মানুষই প্রতিদিন এই ছবির শুটিংয়ের সময়ে উপস্থিত থাকবেন। দুর্দান্ত।
কলঙ্ক ছবিটি পরিচালনা করছেন অভিষেক বর্মন। আশা করা হচ্ছে ছবিটি আগামী বছর মুক্তি পাবে।