পরিণীতি চোপড়া এবং কঙ্গনা রানাওয়াতকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। রণবীর সিংয়ের কাঁধের চোটও এখন অনেকটাই সেরে উঠছে। তৈমুর আলি খান যে ইতিমধ্যে তারকা তাকেও দেখা যাচ্ছে মুম্বই শহরের বিভিন্ন জায়গায়। এরকম সেলেবদের ছবিই ধরা পড়লো শহরের বিভিন্ন জায়গায়। সেই ছবিগুলোই তুলে ধরা হল আপনাদের সামনে। (Source: Photo by Varinder Chawla) -
কঙ্গনা রানাওয়াতের আসন্ন ছবি মণিকর্ণিকা মুক্তি পাওয়ার আগে তাঁকে দেখা গেল মুম্বই বিমানবন্দরে। (Source: Photo by Varinder Chawla)
এছাড়াও বিমানবন্দরে দেখা গেল পরিণীতি চোপড়াকে। তিনি সম্প্রতি অর্জুন কাপুরের সঙ্গে নমস্তে ইংল্যান্ড ছবিতে কাজ করছেন। (Source: Photo by Varinder Chawla) -
সনু কি টিট্টু কি সুইটি ছবির সাফল্যের পর বান্দ্রাতে নিজের বাড়ির সামনে আরিয়ান । (Source: Photo by Varinder Chawla)
-
রণবীর সিংয়ের কাঁধের চোট এখন অনেকটাই সেরে গিয়েছে। ছবিটি তোলা হয়েছে বান্দ্রাতে। (Source: Photo by Varinder Chawla)
-
করিনা ও সইফের ছেলে তৈমুর আলি খানকে দেখা গিয়েছে বান্দ্রাতে নিজেদের বাড়ির সামনে। (Source: Photo by Varinder Chawla)
-
করিনা কাপুরের বাড়ি থেকে বেরোনোর সময়ে আমাদের চিত্রসাংবাদিকের ক্যামেরাবন্দি তাঁর দিদি করিশ্মা কাপুর। (Source: Photo by Varinder Chawla)
লেন্সবন্দি: কঙ্গনা,পরিণীতি, রণবীর ছাড়াও আরও অনেকে
পরিণীতি চোপড়া এবং কঙ্গনা রানাওয়াতকে দেখা গেল মুম্বই এয়ারপোর্টে। রণবীর সিংয়ের কাঁধের চোটও এখন অনেকটাই সেরে উঠছে। তৈমুর আলি খান যে ইতিমধ্যে তারকা তাকেও দেখা যাচ্ছে মুম্বই শহরের বিভিন্ন জায়গায়।
Web Title: Kangana ranaut ranveer singh kartik aaryan taimur