New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/cover-2.jpg)
বিশেষভাবে সক্ষম তরুণ-তরুণীদের নিয়ে গড়া 6 Pack Band 2.0-র লঞ্চিংয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন করণ জোহর।
বিশেষভাবে সক্ষম তরুণ-তরুণীদের নিয়ে গড়া 6 Pack Band 2.0-র লঞ্চিংয়ের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন করণ জোহর। এ অনুষ্ঠানে সমস্ত অভিভাবকদের উদ্দেশে সন্তানদের পাশে থাকার বার্তা দিয়ে করণ বলেন, তাঁর বাবা-মা সর্বদাই তাঁর পাশে থেকেছেন, সমস্ত ভয়কে জয় করার সাহস জুগিয়েছেন। (Source: Photo by Varinder Chawla) এই ব্যান্ডের অ্যালবামে মিউজিক ভিডিও সহ মোট ৬টি গান থাকছে। অটিজম এবং মানসিক পীড়া নিয়ে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যেই এই উদ্যোগ। এ অ্যালবামের সবকটি গানই লিখেছেন লিরিসিস্ট কুমার। (Source: Photo by Varinder Chawla) মুম্বইতে ক্যামেরবন্দি সইফ-করিনাপুত্র তৈমুর। (Source: Photo by Varinder Chawla) বরাবরের মত এদিনও তৈমুরকে ভীষণ আদুরে এবং ফুটফুটে দেখাচ্ছিল। (Source: Photo by Varinder Chawla) সারা আলি খানের সঙ্গে দেখা গেল গায়িকা কণিকা কাপুরকেও। (Source: Photo by Varinder Chawla) জিম থেকে বেরোচ্ছেন সারা আলি খান। (Source: Photo by Varinder Chawla) দেখা গেল রণবীর কাপুরকেও। সম্ভবত তখন তাঁর হাতে ছিল আপকামিং ছবির স্ক্রিপ্ট। (Source: Photo by Varinder Chawla)