New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/kareena-saif-759.jpg)
বিবাহ-বার্ষিকীর পার্টিতে করিনা কাপুর ও সইফ আলি খান।
করিনা কাপুর ও সইফ আলি খানের সপ্তম বিবাহ বার্ষিকীতে পরিবারের সঙ্গে সময় কাটালেন তারা। পুত্র তৈমুর আলি খানকেও দেখা গেল সইফ-করিনার সঙ্গে, আর ছিলেন করিশ্মা কাপুর, তাঁর কন্যা সামিরা কাপুর, মা ববিতা, সোহা আলি খান এবং কুনাল খেমু। দেখুন গতকালের পার্টির সমস্ত ফোটো। বেবোর সঙ্গে পার্টিতে মজলেন করিশ্মা, তুললেন সেলফি। ফোটো- করিশ্মা কাপুর/ ইনস্টাগ্রাম কেকের সঙ্গে পোজ দিলেন সইফ-করিনা। ফোটো: পুনম দামানিয়া / ইনস্টাগ্রাম সইফ আলি ও করিনা কাপুরের সঙ্গে সেলফি শেয়ার করলেন করিশ্মা কাপুর। ফোটো- করিশ্মা কাপুর/ইনস্টাগ্রাম পার্টির ডেকরোশনের কিছু ছবিও শেয়ার করলেন করিশ্মা। ফোটো- করিশ্মা কাপুর/ইনস্টাগ্রাম কারিনা কাপুর খানের ম্যানেজার পুনম দমানিয়া সুন্দর ছবিগুলি শেয়ার করেছেন সোশল মিডিয়ায়। ফোটো: পুনম দামানিয়া / ইনস্টাগ্রাম