New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/celeb-cover-pic.jpg)
ক্যামেরার চোখে ধরা পড়লেন করিনা কাপুর
মুম্বই বিমানবন্দরে দেখা গেল করিনা কাপুরকে। করিনার পরের ছবি ভিরে দ্যা ওয়েডিং। এই ছবিতে করিনা ছাড়াও রয়েছে সোনম কাপুর, সারা ভাস্কর, এবং শিক্ষা তালসানিয়া। (Source: Photo by Varinder Chawla) এদিন তাঁর পরনে ছিল আরামদায়ক ট্র্যাক প্যান্ট আর ডেনিম জ্যাকেট। (Source: Photo by Varinder Chawla) মুম্বই এয়ারপোর্টে ক্যামেরার চোখে ধরা পড়লেন বোমান ইরানিও। (Source: Photo by Varinder Chawla) চলার পথে ক্যামেরায় ধরে ফেলা গেল কার্তিক আরিয়ানকে। (Source: Photo by Varinder Chawla) মুম্বই বিমানবন্দরে ফ্যানেদের সঙ্গে ক্যামেরার সামনে কার্তিক আরিয়ান। (Source: Photo by Varinder Chawla) কর্মব্যস্ত করিনা কাপুর, পরিচারিকার সঙ্গে করিনা-সাইফের পুত্র তৈমুর। (Source: Photo by Varinder Chawla) দিদিমা ববিতা কাপুরের বাড়িতে গিয়েছিল ছোটে নবাব। সে সময়েই তোলা তৈমুরের এই ছবি। বান্দ্রায় দেখা মিলল রণবীর সিংয়ের। আপাতত তিনি ব্যস্ত জোয়া আখতারের গলি বয় ছবির শ্যুটিংয়ে। (Source: Photo by Varinder Chawla) শহর মুম্বইয়ে দেখা মিলল অভিনেতা আদিত্য রায় কাপুরের। (Source: Photo by Varinder Chawla)