-
সারা দেশের মতো বলিউড ও টলিউডও মাতও কড়ওয়া চৌথ পালনে। শিল্পা শেট্টি, নীলম কোঠারি, নুসরত জাহান, রবিনা ট্যান্ডনরা পালন করলেন কড়ওয়া চৌথ। দেখা মিলল শ্রাবন্তী চট্টোপাধ্যায়েরও। ইনস্টাগ্রামে ছবিরও শেয়ার করেছেন তারকারা। Photo: Maheep Kapoor/Instagram
-
বিয়ের পর নুসরত জাহানের প্রথম কড়ওয়া চৌথ। স্বামী নিখিল জৈনের সঙ্গে পালন করলেন এই রীতি। ফোটো- ইনস্টাগ্রাম
-
স্বামীর মঙ্গল কামনায় সারাদিন নির্জলা উপবাস রেখেছেন নুসরত, যে উপবাস ভাঙে সন্ধ্যায় চাঁদ দেখা গেলে। ফোটো- ইনস্টাগ্রাম
-
ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে অনুষ্কা শর্মা লিখেছেন, আমার সারাজীবনের সঙ্গী, আর আজকের জন্য উপবাসের সঙ্গী। ফোটো- ইনস্টাগ্রাম
-
প্রিয়াঙ্কাও প্রথমবার কড়ওয়া চৌথ করছেন। নিক জোনাসের সঙ্গে সেই ছবি শেয়ার করলেন পিগিও। ফোটো- ইনস্টাগ্রাম
-
রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্য়ায়ের প্রথম কড়ওয়া চৌথ। কোনও খামতি রাখলেন না তারা। ফোটো- ইনস্টাগ্রাম
-
কড়ওয়া চৌথের রীতি পালনের পরে গোল্ডির সঙ্গে ছবি শেয়ার করলেন সোনালি বেন্দ্রে। ফোটো- ইনস্টাগ্রাম
-
কড়ওয়া চৌথ উদযাপনে সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুর। Photo: Varinder Chawla
-
সুন্দর শাড়িতে সেজে কড়ওয়া চৌথের জন্য তৈরি মীরা রাজপুত। Photo: Varinder Chawla
-
সানায়া কাপুরকেও দেখা গেল এই লোকাচারে। Photo: Varinder Chawla
-
স্বামী নিখিল জৈনের সঙ্গে নুসরত।
-
বর রাজ কুন্দ্রার সঙ্গে শিল্পা শেট্টি। Photo: Varinder Chawla
-
নীলম কোঠারি ও সুনীল সোনি অনিল কাপুরের বাড়িতে ঢোকার পথে। Photo: Varinder Chawla
-
কড়ওয়া চৌথের সঙ্গে জড়িয়ে আছে রানী বীরাবতীর দুঃখজনক আখ্যানও।Photo: Varinder Chawla
-
জনপ্রিয় অভিনেত্রী পদ্মিনী কোলাপুরিও ধরা দিলেন ক্যামেরায়। Photo: Varinder Chawla
-
লাল সালোয়ার কামিজে তৈরি রবিনা ট্যান্ডন। Photo: Varinder Chawla
-
পুজোর জন্য তৈরি শিল্পা শেট্টি। Photo: Varinder Chawla
