২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ঘুরে দেখা নন্দন চত্বর। ফোটো- শশী ঘোষ
৮ নভেম্বর থেকে শুরু হয়েছিল ২৫তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, যার আনুষ্ঠানিক ঘোষণা হয় নন্দনে, গত শুক্রবার। ফোটো- শশী ঘোষ
২৫ বছরে ফোকাস কান্ট্রি ছিল জার্মানি। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জার্মান পরিচালক ভলকার শ্লনডর্ফ। ফোটো- শশী ঘোষ
চেয়ারম্যান রাজ চক্রবর্তী আগেই জানিয়েছলেন, ২৫ বছরে ঢেলে সাজানো হবে সিনেমার উৎসব। কথা রেখেছেন তিনি। উৎসবের চেহারা নিয়েছিল নন্দন চত্বর। ফোটো- শশী ঘোষ।
নেতাজী ইনডোর স্টেডিয়ামে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, একাধিক নেতা-মন্ত্রী, টলিউডের প্রায় সমস্ত শীর্ষ অভিনেতা-অভিনেত্রী। ফোটো- শশী ঘোষ
বিশিষ্ট অতিথি তালিকায় ছিলেন শাহরুখ খান, বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার, দুই প্রখ্যাত ভারতীয় পরিচালক মহেশ ভাট ও গৌতম ঘোষ, হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান্ডি ম্যাকডাওয়েল। চলচ্চিত্র উৎসবের সূচনা হয়েছিল ‘গুপি গাইন বাঘা বাইন’ ছবি দিয়ে।ফোটো- শশী ঘোষ