কলকাতার মডেল-অভিনেত্রী দেবলীনা দে-র আত্মহত্যার চেষ্টা
কলকাতার বুকে আত্মহত্যার চেষ্টা উঠতি মডেলের (Kolakata Model)। ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন দেবলীনা দে। কেন আত্মহননের চেষ্টা করেছিলেন তিনি?সেই প্রেক্ষিতেই উঠে এল ভয়ঙ্কর বাস্তব। প্রেমিকের কাছ থেকে ধোঁকা খেয়েছিলেন। বাড়িতেও সুসম্পর্ক নেই ভাইয়ের সঙ্গে। আত্মহত্যার চেষ্টা (Model attempts suicide) করার আগে এক বিস্ফোরক চিঠি লিখে যান। দেবলীনা লেখেন, "আমার মৃত্যুর জন্য বাড়ির সবাই দায়ী। বিশেষ করে তাঁর মা। পৃথিবীর সবচেয়ে বড় বোকা এবং অবাস্তববাদী মানুষ..।"এখানেই শেষ নয়। ভাইকে নিয়েও দেবলীনার বিস্তর অভিযোগ। চিঠিতে তিনি সাফ লেখেন, তাঁর ভাই মাদকাসক্ত। গাজা, চরস খান। যার অর্থ জোগান তাঁদের মা। ঝগড়া হলেই হাতের সামনে যা পান, ছুঁরি-কাচি দিয়ে তেড়ে মারতে আসেন। মডেল-অভিনেত্রীর ভাই তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে 'বেশ্যা' বলেও ডাকতেন বলেও তিনি উল্লেখ করেন।শুধু তাই নয়, প্রেমেও একাধিকবার ধোঁকা খেয়েছেন দেবলীনা। তাঁর চিঠিতে দুই ব্যক্তির কথা উল্লেখ করেছেন তিনি- শুভজিৎ রক্ষিত ও কৌশিক কর।সেই চিঠিতে দেবলীনা লেখেন, শুভজিৎ কর নামে এক ব্যক্তির কাছ থেকে তিনি অর্থ পান। তা দিয়েই কোনওমতে নিজের খরচ চালাতেন। মডেলের অভিযোগ, "শুভজিৎ আমাকে রাখেল করে রেখেছে।"অন্যদিকে, কৌশিক নামে এক ব্যক্তি সম্পর্কে দেবলীনা লেখেন, "ও আমাকে ভোগ করে এখন ভাল পরিবারের মেয়েকে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করছে।"