বাড়ছে শীতের তীব্রতা। দুপুর পর্যন্ত সূর্যের তাপ না থাকায় হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছেন শহরের মানুষজন। এবার টানা শৈত্যপ্রবাহ ভর করেছে কলকাতা। এতে শীতের দাপট অব্যাহত রয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা কম থাকায় আবারও বাড়ছে শীতের দাপট। আবহাওয়া দফতর সূত্রের খবর উত্তর ও দক্ষিণাঞ্চলে কয়েক দিন ধরেই চলছে শৈত্যপ্রবাহ। বেড়েছে বৃদ্ধ ও ঘরহীন মানুষের দুর্ভোগ। তবু থেমে নেই জীবন। শীতের প্রভাব বাড়লেও সকালে চাদর মুড়ি দিয়ে মেঠো পথ দিয়ে কাজে যাচ্ছে মানুষ। কেউ বা আবার শুকনো ডালপালা পুরিয়ে আগুনের আঁচে গরম করে নিচ্ছে শরীর। শীতের কুয়াশার কিছু ছবি আপনাদের জন্যে নিয়ে আসা হল। এক নজরে দেখে নিন সে সব ছবি।
[caption id="attachment_172" align="aligncenter" width="600"]
কুয়াশায় ভেজা মেঠো পথ। আর সেই পথ দিয়ে শীতের সকালে হেঁটে যাওয়া।[/caption]
[caption id="attachment_173" align="aligncenter" width="600"]
শীত সকালের গাছের পাতার উপর শিশির যেন মুক্তোর দানার মত হাসে। শীতের সব্জিরা এই কথায় জানিয়ে দেয়।[/caption]
[caption id="attachment_174" align="aligncenter" width="600"]
শীত ঋতুটি একদমই অন্যরকম। তার কুহক, তার মায়াময়তা, তার সৌন্দর্য আবিষ্ট করে দেয় সকলকে। শীতের সকালের প্রথম রোদের আলো যেন মনে ভালবাসা জাগিয়ে দেয়।[/caption]
[caption id="attachment_175" align="aligncenter" width="600"]
আর হাড়কাঁপানো কনকনে শীত তো তার দাপট দিয়ে তার আবির্ভাব কাউকে না বুঝিয়ে ছাড়ে না। প্রত্যুষের কুয়াশা, ভোরের শিশির আর সকালের মিষ্টি নরম রোদের কোনো তুলনা হয় না।[/caption]
[caption id="attachment_176" align="aligncenter" width="600"]
‘ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো’। চলায় আনন্দ। ঘুরতে যাওয়ায় আনন্দ। খেলায় আনন্দ। এমনকি খুব বেশি দূরে না গেলেও মনটা ভালো হয়ে ওঠে অকারণে।[/caption]
[caption id="attachment_177" align="aligncenter" width="600"]
চাদরের আড়ালে উষ্ণতা যেন অন্য অনুভূতি জাগায় শরীরে।[/caption]
[caption id="attachment_178" align="aligncenter" width="600"]
কনকনে শীতের সকালে আলস্য ভেঙে ঘরের বাইরে পা রাখলে চোখে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য। সকালের মিষ্টি রৌদে ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুগুলো যেনো মুক্তোদানা।[/caption]
[caption id="attachment_179" align="aligncenter" width="600"]
খুব ভোরে গ্রামের ঘুম ভাঙে যেত, তখন প্রকৃতির মাধুর্য বুকের মধ্যে সুখের কাঁপন ধরিয়ে দিত। শুনতে পাওয়া যেত শিশিরের শব্দ।[/caption]
[caption id="attachment_180" align="aligncenter" width="600"]
কুয়াশাও এক ধরনের জাদুবাস্তবতা।[/caption]
[caption id="attachment_183" align="aligncenter" width="600"]
শীতকালটা নস্টালজিয়ায় আঁকা ক্যানভাসের ছবি[/caption]