New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/02/collage-lead.jpg)
লতা মঙ্গেশকরের শেষকৃত্য
পঞ্চভূতে বিলীন হওয়ার আগে শিবাজি পার্কে শায়িত সুরসম্রাজ্ঞীর মরদেহ। লতা মঙ্গেশকরের শেষকৃত্যে বিনোদুনিয়া থেকে রাজনৈতিক দুনিয়ার ব্যক্তিত্বরা সব মিলেমিশে একাকার। শেষ শ্রদ্ধা জানাতে যেমন পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তেমনই ছেলেকে নিয়ে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। শরদ পাওয়ার, নীতিন গড়কড়ির মতো ব্যক্তিত্বরাও। বাদ রইল না বিনোদনজগৎও। শাহরুখ, আমির, রণবীর… বলিউডের যে তারকারা লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানালেন, দেখুন ফটো অ্যালবাম।
লতা মঙ্গেশকরকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাঁর নাতনি তথা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। স্বামী সিদ্ধার্থ রায় কাপুরকে নিয়ে পৌঁছেছিলেন বিদ্যা বালনও। হাঁটু মুড়ে সুরসম্রাজ্ঞীকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন রণবীর কাপুরের। কাপুর পরিবারের তরফে একমাত্র তিনিই গিয়েছিলেন শিবাজি পার্কে। একই ফ্রেমে দেখা মিলল আমির খানের। মেয়ে ইরা খানকে নিয়ে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে উপস্থিত আমির খানও। পিছনেই দাঁড়িয়ে রণবীর কাপুর। শেষকৃত্যের আগে পৌঁছলেন শাহরুখ খানও। আরিয়ান-কাণ্ডের পর এইপ্রথম কোনও সোশ্যাল গ্যাদারিংয়ে দেখা গেল কিং খানকে। সঙ্গীত পরিচালক শঙ্কর মহাদেবনও হাজির ছিলেন শিবাজি পার্কে। লতার শেষযাত্রায় জাভেদ আখতার। শ্রদ্ধাজ্ঞাপনের আগের মুহূর্তে রাজ ঠাকরের সঙ্গে কথোপকথনে ব্যস্ত বিশিষ্ট গীতিকার। হাজির ছিলেন গায়ক রাহুল বৈদ্যও।