সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী লিলুয়ার বেহাল রাস্তার ছবি টুইট করেন মুখ্যমন্ত্রীকে। তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবারই লিলুয়ায় চলে আসেন লক্ষ্মীরতন শুক্লা। রাতারাতি রাস্তা সারানোর আশ্বাস দিয়ে যান।
খানা খন্দে ভরা লিলুয়ার রাস্তা। রয়েছে জমা জল। টোটো সাইকেল বাইকের যেতে চলাচল করতে নাজেহাল অবস্থা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে গিয়ে বললেও কোনও লাভ হয়নি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমন লেখেন, "আমরা পশ্চিমবঙ্গ সরকার ও মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করছি, যেন লিলুয়ার রাস্তার ভয়াবহ পরিস্থিতির প্রতি নজর দেওয়া হয় ও উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়"।
বৃহস্পতিবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী ও হাওড়া তৃণমূলের সদ্য নিযুক্ত সভাপতি লক্ষ্মীরতন শুক্লা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে উপস্থিন হন।
জানা গিয়েছে, গর্ত ও রাস্তার বেহাল দশা দেখে নিজেই অবাক হয়ে যান মন্ত্রী।
মন্ত্রী রাস্তার করুণ দশা কীভাবে হল জানতে চান পুর কমিশনার তথা প্রশাসক ধবল জৈনের কাছে থেকে। ঘটনাস্থলে দাঁড়িয়ে মন্ত্রী বলেন, কাজ করার জন্য মুখ্যমনত্রীতো টাকা দিচ্ছেন তা সত্ত্বেও কেন এই হাল ?
ইমন বলেন, বহুদিন ধরেই এই যন্ত্রণার মধ্যে আছি। বহুবার প্রশাসনকে জানানোর পরও কোনও কাজ হয়নি।
জানা গিয়েছে জল নামানো হয়েছে। ড্রেন কেটে মেন ড্রেনের সঙ্গে যোগ করা হয়েছ। ২৪ঘন্টা যেতে না যেতেই কাজ শুরু হয়েছে। এলাকার বাসিন্দা আশা করছেন, লিলুয়া মানুষের যন্ত্রণা, দুর্দশা মিটবে খুব তাড়াতাড়ি।
আমাদের নিউজলেটার সদস্যতা!
একচেটিয়া অফার এবং সর্বশেষ খবর পেতে প্রথম হন