New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex-lead-1.jpg)
সোমবার দেশব্যাপী সিনেমাহলের উদ্দেশে একগুচ্ছ নতুন নিয়ম-নির্দেশিকা জারি করেছে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex-lead.jpg)
দেশে ২৫ মার্চ প্রথম পর্বের লকডাউনের সময় থেকেই বন্ধ হয়ে গিয়েছে সিনেমাহল। এমনকি ১৯ মার্চ থেকেই বাতিল হতে শুরু করে একাধিক ফিল্ম এবং টিভি শুট। তবে লকডাউন ৪.০ ঘোষিত হওয়ার পর থেকে ধীরে ধীরে অর্থনীতিকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জেরেই সোমবার দেশব্যাপী সিনেমাহলের উদ্দেশে একগুচ্ছ নতুন নিয়ম-নির্দেশিকা জারি করল মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex1.jpg)
সোশ্যাল ডিস্ট্যান্সিং বা সামাজিক দূরত্ব-বিধি কঠোরভাবে বলবৎ করা হবে যে কোনও মাল্টিপ্লেক্স সিনেমাহলে। নিতান্ত প্রয়োজন না হলে কেউ কারোর সংস্পর্শে আসবেন না। দর্শকদের তরফেও নিশ্চিত করতে হবে যেন তাঁরা সবরকম পরিচ্ছন্নতা বিধি মেনে চলেন /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex2.jpg)
নির্দেশিকায় বলা হয়েছে যে হল কর্মীরা হলের সমস্ত জায়গা জীবাণুমুক্ত করবেন নিয়মিত। এগুলির মধ্যে পড়বে বক্স-অফিস কাউন্টার, সিকিউরিটি এলাকা, লবি, অডিটোরিয়াম, এবং বাথরুম /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex3.jpg)
জ্বর আছে কিনা দেখতে দর্শকদের বাধ্যতামূলক ভাবে থার্মাল স্ক্রিনিং করা হবে। সর্বসময় মাস্ক পরে থাকাও বাধ্যতামূলক করা হবে। প্রয়োজনে হলে আরও পিপিই সরঞ্জামও কিনতে পারবেন তাঁরা। নতুন নিয়ম অনুযায়ী, কর্মীরা নিশ্চিত করবেন যে সুবিধেজনক জায়গায় হ্যান্ড স্যানিটাইজার রাখা থাকে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex4.jpg)
মাল্টিপ্লেক্সের ব্যবসা ফের চালু হলে টিকিট কেনার ক্ষেত্রে ডিজিটাল লেনদেনে উৎসাহ দেওয়া হবে। হলের ভেতরে শুধুমাত্র নির্দিষ্ট বৃত্তের মধ্যেই দাঁড়াবেন দর্শক। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex5.jpg)
আন্তর্জাতিক বিধি মেনেই একসঙ্গে বসতে দেওয়া হবে একই পরিবারের সদস্যদের অথবা যুগলদের। তবে পাশের একটি আসন খালি ছাড়তে হবে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex6.jpg)
তবে লাক্সারি অডিটোরিয়ামের ক্ষেত্রে আসন ফাঁকা রাখার প্রয়োজন নেই, যেহেতু সেখানে দুটি আসনের মধ্যে এমনিতেই যথেষ্ট ব্যবধান থাকে। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex7.jpg)
হলের ভেতরের আসন, এবং হলের বহু ব্যবহৃত জায়গাগুলি নিয়ম করে 'ডিপ ক্লিন' অর্থাৎ আগাপাস্তালা সাফ করবেন কর্মীরা। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex8.jpg)
খাবার বা পানীয় কিনতে গেলে ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে উৎসাহ দেওয়া হবে। প্রিমিয়াম সিনেমাহল ছাড়া আর কোনও হল খাবার পরিবেশন করার জন্য স্থায়ী বাসনপত্র ব্যবহার করতে পারবে না। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex9.jpg)
যতক্ষণ কাজে থাকবেন, ততক্ষণ বাধ্যতামূলক গ্লাভস এবং মাস্ক পরে থাকবেন কর্মীরা। তাঁদের ফোনে বাধ্যতামূলক ভাবে ডাউনলোড করতে হবে আরোগ্য সেতু অ্যাপও। /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex10.jpg)
কেবলমাত্র স্বীকৃত সরবরাহকারীর কাছ থেকেই কেনা হবে হল পরিষ্কার রাখার জীবাণুনাশক এবং স্যানিটাইজার। ইউরিনাল ব্যবহারের ক্ষেত্রে অনুরোধ করা হবে একটি বাদ দিয়ে একটি ব্যবহার করতে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex11.jpg)
এই সমস্ত পদক্ষেপগুলি হলের ভেতরে নানা মাধ্যমে প্রচার করা হবে। ভিড় সামলাতে এবং সমস্যার সমাধানে তৎপর এবং দ্রুত হতে হবে কর্মীদের। থ্রি-ডি ছবির ক্ষেত্রে পরিহার্য চশমার ব্যবহারের ওপর জোর দেওয়া হবে /indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/05/multiplex12.jpg)
সমস্ত পদক্ষেপ হল খোলার পর দুমাস অনুসরণ করা হবে। তারপর পরিস্থিতি অনুযায়ী পর্যালোচনা করা হবে ।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us