
বাংলাদেশের পাবনা জেলায় জন্ম ১৯৩১ সালের ৬ এপ্রিল।


দেশভাগের পরে কলকাতায় চলে আসে তাঁর পরিবার এবং বিয়ে হয় দিবানাথ সেনের সঙ্গে।

১৯৫২ সালে তাঁর প্রথম ছবি শেষ কোথায়। (ছবিতে: উত্তম-সুচিত্রার নবরাগ)

তার পরের বছরই উত্তমকুমারের সঙ্গে তাঁর প্রথম ছবি 'সাড়ে চুয়াত্তর'।

সুচিত্রা-উত্তম জুটি বাংলা ছবির শুধু নয়, ভারতীয় চলচ্চিত্র জগতের সবচেয়ে স্মরণীয় জুটিগুলির মধ্যে অন্যতম।

প্রায় তিরিশটি ছবি রয়েছে সুচিত্রা-উত্তম জুটির যদিও তাঁকে হিন্দি ছবি ও বাংলা ছবির অন্যান্য কিংবদন্ত নায়কের বিপরীতেও দেখা গিয়েছে।

সঞ্জীব কুমারের বিপরীতে 'আঁধি' ছবির জন্য পেয়েছিলেন ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর নমিনেশন।

'সাত পাকে বাঁধা' ছবিতে তাঁর অনবদ্য অভিনয়ের জন্য় মস্কো আন্তর্জাতিক ফিল্মোৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলে তিনি।

১৯৭৮ সালের ছবি 'প্রণয় পাশা' তাঁর বড়পর্দায় শেষ কাজ। বিপরীতে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।

শেষজীবনটা অন্তরালেই কাটিয়েছেন মহানায়িকা। ২০১৪ সালের ১৭ জানুয়ারি তাঁর জীবনাবসান হয়।