New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/madhuri-feature.jpg)
১৯৮০-১৯৯০, বক্সঅফিসে রাজত্ব করেছেন এই বলিউড ডিভা। ১৮ বছর বয়সে অবোধ ছবিতে ডেবিউ করেন মাধুরী। কিন্তু কাঙ্খিত সাফল্য পান তেজাব (১৯৮৮) ছবিতে। পরে রাম-লক্ষ্মণ, দিল, সাজন, বেটা, খলনায়ক, হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায়, দেবদাসের মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শককে। সম্প্রতি করণ জোহরের কলঙ্ক ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বুধবার ৫২ বছরে পা রাখলেন মাধুরী দীক্ষিত। কখনও তিনি হাসিতে মন কেড়েছেন দর্শকের কখনও আবার তাঁর ঠুমকার তালে দুলে উঠেছেন দর্শক মহল। আজ সেই মাধুরী দীক্ষিতের ৫২ তম জন্মদিন। ট্যুইটারে তাঁর ৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার দেখেই আন্দাজ করা যায় এই বলি ডিভার ক্রেজ আজও কম নয় কোনও অংশেই। ওস্তাদ জাকির হুসেন ও পণ্ডিত বির্জু মহারাজের সঙ্গে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে মাধুরী দীক্ষিত। মাধুরী দীক্ষিত, অমিতাভ বচ্চন, ইন্দর কুমার ও আমির খান। ১৯৯৭ সালে মাধুরী দীক্ষিত ও রেখা ভানু গণেশন। ১৯৯৬ সালের ডিসেম্বরে একটি চ্যারিটির জন্য আয়োজিত ক্রিকেট ম্যাচে মাধুরী। ডলি আলুওয়ালিয়া, নদীম শাওয়ান, সঞ্জয় কাপুরের সঙ্গে একটি ছবির সেটে মাধুরী। বহু গানে সরোজ খানে স্টেপে নেচেছেন মাধুরী। শর্মিলা ঠাকুর, শশী কাপুর ও মিনাক্ষী শেশাদ্রির সঙ্গে মাধুরী দীক্ষিত, স্বাতী সিনেমার ফ্লোরে। মাধুরী ও লতা মঙ্গেশকর। শাহরুখ খান ও সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে দেবদাসের সেটে মাধুরী। এম এফ হুসেনের গজ গামিনীর সেটে মাধুরী। হাম আপকে হ্যায় কৌনের সেটে সলমন খানের সঙ্গে মাধুরী। এি ছবির জন্য ১৯৯৫ সালে ফিল্ম ফেয়ার পুরস্কার পান তিনি। হাম তুম অউর উও-র মহুরতে পুজা ভাট, রবিনা ট্যান্ডন, সঞ্জয় কাপুর মাধুরী খলনায়কের ফ্লোরে সঞ্জয় দত্ত ও মাধুরীকে সিন বোঝাচ্ছেন সুভাষ ঘাই। শাহরুখ খানের সঙ্গে মাধুরী দীক্ষিত ও শ্রীরাম মাধব নেনে। পরিচালক রাকেশ রোশনের সঙ্গে অনিল কাপুর ও মাধুরী। রাম-লক্ষ্মণ ছবিতে জ্যাকি শ্রফ, ডিম্পল কপাডিয়া ও অনিল কাপুরের সঙ্গে মাধুরী। শ্রীরাম মাঘন নেনের সঙ্গে গাঁটছডা বাঁধেন মাধুরী। তাঁর দুই ছেলের নাম অরিন ও রায়ান। মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা। বই প্রকাশে শোভা দে, আশা ভোঁসলে ও মাধুরী ঐশ্বর্য রাই বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে মাধুরী।