
ট্যুইটারে তাঁর ৬ মিলিয়নেরও বেশি ফলোয়ার দেখেই আন্দাজ করা যায় এই বলি ডিভার ক্রেজ আজও কম নয় কোনও অংশে। তিনি বলিউডের ডান্সিং ডিভা মাধুরী দীক্ষিত নেনে। ছোটবেলা থেকেই নাচের প্রতি ঝোঁক প্রবল। ফোটো- ইনস্টাগ্রাম

১৯৮০-১৯৯০, বক্সঅফিসে রাজত্ব করেছেন এই বলিউড ডিভা। ১৮ বছর বয়সে অবোধ ছবিতে ডেবিউ করেন মাধুরী। কিন্তু কাঙ্খিত সাফল্য পান তেজাব (১৯৮৮) ছবিতে। ফোটো- ইনস্টাগ্রাম

পরে রাম-লক্ষ্মণ, দিল, সাজন, বেটা, খলনায়ক, হাম আপকে হ্যায় কৌন, দিল তো পাগল হ্যায়, দেবদাসের মতো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন দর্শককে। ফোটো- ইনস্টাগ্রাম

১৯৯৬ সালের ডিসেম্বরে একটি চ্যারিটির জন্য আয়োজিত ক্রিকেট ম্যাচে মাধুরী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

১৯৯৭ সালে মাধুরী দীক্ষিত ও রেখা ভানু গণেশন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

শর্মিলা ঠাকুর, শশী কাপুর ও মিনাক্ষী শেশাদ্রির সঙ্গে মাধুরী দীক্ষিত, স্বাতী সিনেমার ফ্লোরে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

তিনি বলিউডের অন্যতম সফল নায়িকা। ছবির হেয়ার স্টাইল ও সময় এখনও পুরনো দিনের কথা মনে করায় মাধুরীকে। ফোটো- ইনস্টাগ্রাম

কখনও তিনি হাসিতে মন কেড়েছেন দর্শকের কখনও আবার তাঁর ঠুমকার তালে দুলে উঠেছেন দর্শক মহল। সরোজ খানের সঙ্গে মাধুরী। ফোটো- ইনস্টাগ্রাম

১৯৮৮ সালে তেজাব ছবির মাধ্যমে দর্শক মহলে সাড়া ফেলে দেন তিনি। এই ছবির জন্যই প্রথমবারের জন্য ফিল্ম ফেয়ার পুরস্কারে সেরা অভিনেত্রীর নমিনেশনও পান তিনি। সেই শুরু। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

'হাম আপকে হ্যায় কৌন', এই ছবির জন্যই সলমন খান ও মাধুরী দীক্ষিতের কেরিয়ারে গতি এসেছিল। মুক্তি পাওয়ার পর থেকেই কালজয়ী ছবির তকমা পেয়েছিল এই সিনেমা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

২০০২ সালে তিনি বলিউড থেকে বিরতি নেন বেশ কয়েক বছরের জন্য৷ বছর পাঁচেক পর ২০০৭ সালে বলিউডে শুরু হয় তাঁর সেকেন্ড ইনিংস৷ ‘আ জা নাচ লে ’ ছবির মধ্যে দিয়ে আবারও বড়পর্দায় ফেরেন তিনি। ফোটো- ইনস্টাগ্রাম


শাহরুখ খান ও সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে দেবদাসের সেটে মাধুরী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

বলিউড নায়িকাদের মধ্যে তিনি যে ধ্রুপদ নাচের ক্ষেত্রে সেরা এই শংসাপত্র দিয়েছিলেন প্রসিদ্ধ নৃত্য শিল্পী স্বয়ং বিরজু মহারাজেরও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ছবিতে মাধুরী দীক্ষিত ও জুহি চাওলা। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

শাহরুখ খানের সঙ্গে মাধুরী দীক্ষিত ও শ্রীরাম মাধব নেনে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

শ্রীরাম মাঘন নেনের সঙ্গে গাঁটছডা বাঁধেন মাধুরী। তাঁর দুই ছেলের নাম অরিন ও রায়ান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ

আজও এতদিন পর এই বলি ডিভার ক্রেজ আজও কম নয় কোনও অংশেই। ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন ও রানি মুখোপাধ্যায়ের সঙ্গে মাধুরী। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ