-
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতিবছর অনুষ্ঠিত হয় মহানায়ক সম্মান। আড়ম্বরের সঙ্গে পালিত হল এই অনুষ্ঠান। পরিবর্তনের পর আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃত্তের কাছাকাছি এলেন অপর্ণা সেন। উপস্থিত ছিলেন পরাণ বন্দ্যোধ্যায়, শুভাপ্রসন্ন, মাধবী মুখোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, অনুপম রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো কলাকুশলীরা। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
-
মহানায়ক পুরস্কার হাতে ৩৬ চৌরঙ্গী লেনের পরিচালক। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত মহানায়ক সম্মানের প্রাপক অভিনেত্রী অপর্ণা সেন। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
সরকারের তথ্য সংস্কৃতি মন্ত্রকের থেকে বর্ষসেরা অভিনেত্রীর সম্মান পেলেন মিমি চক্রবর্তী। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
শিল্পী শুভাপ্রসন্নর হাত থেকে সেরা অভিনেতার সম্মান নিলেন আবির চট্টোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
নজরুল মঞ্চে বর্ষসেরা চিত্রগ্রাহকের সম্মান পেলেন শীর্ষ রায়। পুরস্কার তুলে দিলেন অপর্ণা সেন। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
অনুপম রায় গ্রহণ করলেন সেরা সঙ্গীতপরিচালকের পুরস্কার। সম্মান প্রদান করলেন মাধবী মুখোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
মুখ্যমন্ত্রী নিজে সেরা শিশুশিল্পীর পুরস্কার তুলে দিলেন নূর ইসলামের হাতে। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
সহজ পাঠের গপপো ছবির জন্য সেরা শিশুশিল্পী সামিউল আলমকে পুরস্কৃত করলেন পরাণ বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
সেরা চিত্রনাট্যকারের সম্মান পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। পুরস্কার তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় গোস্বামী। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল।
-
জিৎ গাঙ্গুলির হাতে সেরা সঙ্গীতপরিচালকের সম্মান তুলে দিলেন দীপঙ্কর দে ও মুখ্যমন্ত্রী। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
-
বর্ষসেরা প্রযোজকের সম্মান পেলেন শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পুরস্কার নিলেন সংস্থার কর্ণধার শ্রীকান্ত মোহতা। পাশে গৌতম ঘোষ। এক্সপ্রেস ফোটো- পার্থ পাল
