New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/Kalighat-Kali-Cover.jpg)
ধারাবাহিকে উমার ভূমিকায় রয়েছে শ্রীজা ভট্টাচার্য। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ
ধারাবাহিকে উমার ভূমিকায় রয়েছে শ্রীজা ভট্টাচার্য। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ধারাবাহিকে অভিনয় করছেন অভিষেক চট্টোপাধ্যায়, দেবপ্রিয় মুখোপাধ্যায়, মেঘনা হালদার, অমিতাভ ভট্টাচার্য, রায়া দত্ত ও আরও অনেকে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ এদিন ধারাবাহিকের শুটিং ফ্লোরে পৌছেঁ গিয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ক্যামেরা। একের পর এক আধ্যাত্মিক ধারাবাহিকের দৌলতে চ্যানেলের টিআরপি তুঙ্গে। এবার সেই পথেই হাঁটল বাংলার বিনোদনের নতুন চ্যানেল ‘সান বাংলা’। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ধারাবাহিকে জমিদার অনন্ত গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিষেক চট্টোপাধ্যায়। তিনি একনিষ্ঠ কৃষ্ণভক্ত। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ এই ধারাবাহিকে নেগেটিভ চরিত্রে মহুয়া হালদার। তিনি মহাতীর্থ কালীঘাটে ইন্দুবালা। নেতিবাচক চরিত্র করতে ভাল লাগে মহুয়ার, কেননা সেখানে অভিনয়ের অনেকখানি সুযোগ থাকে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ ধারাবাহিকে শ্রীজা ভট্টাচার্য ছাড়াও বেশ কয়েকজন শিশুশিল্পী রয়েছেন। বাংলা টকিজ প্রযোজিত এই ধারাবাহিক দেখানো হয় প্রতিদিন সন্ধ্যে ৬টার স্লটে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শুটিংয়ের মাঝেই খেলাধুলোয় মাতে ছোট্ট শ্রীজা ও তার সঙ্গীরা। এদিন ফ্লোরেই খুনসুটি করতে দেখা গেল তাদের। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার মন্দিরকে ৫৯৫ বিঘা দেবত্র সম্পত্তি দিয়েছিলেন এবং তখনই তৈরি হয়েছিল কালীঘাটের মন্দির। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ শুটিংয়ের ফাঁকে জমিয়ে আড্ডা দেন কলাকুশলীরা। গল্পে আপাতত আত্মারাম উমাকে মা কালী রূপে দেখতে পান। তারপরে গল্প কোনদিকে যায় সেটার জন্য চ্যানেলের পর্দায় চোখ রাখতে হবে। এক্সপ্রেস ফোটো- শশী ঘোষ