New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/820-3.jpg)
ধুমধাম করে নিজের ৪৬তম জন্মদিনের পার্টি দিলেন মালাইকার আরোরা। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে এদিন উপস্থিত ছিলেন অর্জুন কাপুর, রাজকুমার রাও, শিল্পা শেট্টি, করিনা কাপুরের মতো তারকারা। সব মিলিয়ে যেন চাঁদের হাট বসেছিল।
ধুমধাম করে নিজের ৪৬তম জন্মদিনের পার্টি দিলেন মালাইকার আরোরা। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে এদিন উপস্থিত ছিলেন অর্জুন কাপুর, রাজকুমার রাও, শিল্পা শেট্টি, করিনা কাপুরের মতো তারকারা। সব মিলিয়ে যেন চাঁদের হাট বসেছিল। অর্জুন রামপাল অভিনব কায়দায় জন্মদিনের শুভেচ্ছা জানালেন মালাইকাকে। তিনি নিজের সঙ্গে অর্জুন কাপুর ও মালাইকার আরোরার ছবি পোস্ট করলেন সোশাল মিডিয়ায়। Photo: Arjun Rampal/Instagram পার্টিতে লাল আলোয় করিনা কাপুর খান, মালাইকা ও অমৃতা আরোরা। Photo: therealkareenakapoor/Instagram শিল্পা শেট্টিও জন্মদিনের শুভেচ্ছা জানালেন মালাইকাকে। Photo: Shilpa Shetty/Instagram করণ জোহর একটি সেলফি শেয়ার করেছেন করিশ্মা কাপুর ও করিনা কাপুরের সঙ্গে, লিখেছেন- বেবো আর লোলো। Photo: Karan Johar/Instagram দেখা গেল মালাইকা, মেহক ও তারাকে। Photo: Mehak Oberoi/Instagram অনন্যা পাণ্ডে শেয়ার সানয়া কাপুর ও জাহ্নবী কাপুরের সঙ্গে পোস্ট করলেন বুমেরাং। Photo: Ananya Panday/Instagram তারা সুতারিয়াকে অনবদ্য দেখাচ্ছিল মালাইকার জন্মদিনের পার্টিতে। ছবিতে তারার সঙ্গে সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট মেহক ওবেরয়। Photo: Mehak Oberoi/Instagram ক্যামেরায় ধরা দিলেন রাজকুমার রাও, মেহক ওবেরয় ও বার্থ ডে গার্ল মালাইকা। Photo: Mehak Oberoi/Instagram তারা সুতারিয়া ও অনন্যা পাণ্ডের সঙ্গে ছবিতে মেহক। Photo: Mehak Oberoi/Instagram