
ধুমধাম করে নিজের ৪৬তম জন্মদিনের পার্টি দিলেন মালাইকার আরোরা। মুম্বইয়ের একটি পাঁচতারা হোটেলে এদিন উপস্থিত ছিলেন অর্জুন কাপুর, রাজকুমার রাও, শিল্পা শেট্টি, করিনা কাপুরের মতো তারকারা। সব মিলিয়ে যেন চাঁদের হাট বসেছিল।




করণ জোহর একটি সেলফি শেয়ার করেছেন করিশ্মা কাপুর ও করিনা কাপুরের সঙ্গে, লিখেছেন- বেবো আর লোলো। Photo: Karan Johar/Instagram





তারা সুতারিয়া ও অনন্যা পাণ্ডের সঙ্গে ছবিতে মেহক। Photo: Mehak Oberoi/Instagram