চুপিচুপি বিয়ে সারলেন মালানি দে। রেজিস্ট্রির পর ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে তিনি জানালেন আইনত ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন মানালি দে।
বিয়ে করলেন অভিমন্যু মুখোপাধ্যায়কে। বহুদিন ধরে প্রেমের জোয়ারে ভাসছিলেন দুজনেই। জানা যায়, কোনও পরিকল্পনা ছাড়াই নাকি হঠাতই তাদের সম্পর্ককে আইনত স্বীকৃতি দিয়েছেন। লকডাউনই সবচেয়ে ভালো সময় বলে মনে করেছেন মানালি অভিমন্যু।
বিয়ের সাজ কেমন ছিল? ছাপোসা বাঙালি মেয়ে বলতে যা বোঝায়। খোলা চুল, লাল রঙের চুরিদার, গায়ে জঙ্গলি ডিজাইনের ওড়না। ব্যাস এই টুকুই। জাঁক জমকের রেশ মাত্র ছিল না। ঘরোয়া পরিবেশে হঠাত্্ বিয়ে।
স্বাধীনতা দিবসে অভিমন্যুর বাড়িতেই আইনত গাঁটছড়া বাঁধলেন এই জুটি।
অভিমন্যু পেশায় পরিচালক। কাজের সূত্রেই আলাপ, তারপর প্রেম। সেই প্রেম যে একেবারে বুন্ধুত্বপূর্ণ ছিল , তার আভাস মিলেছিল মানালির ইনস্টাগ্রাম পোস্টেই।
অভিমন্যু পরিচালনাতেও কাজ করেছেন মানালি।
২০১২ সালে ধুমধাম করে গায়ক সপ্তকের সঙ্গে বিয়ে হয়েছিল মানালির। সেই বিয়ে স্থায়ী হয়নি বেশিদিন। ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ হয়।
এরপরই অভির বন্ধুত্বপূর্ণ প্রেমে পরেন মানালি। অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানালির সঙ্গে সম্পর্ক তৈরি হয় অভিমন্যুর।
মানালি ছোট বেলায় কালি আমার মা ছবিতে ডেবিউ করেন। এরপর উনিশ-কুড়ি ম্যাগাজিনে মডেল হিসেবে তাঁকে দেখা যায়
পরবর্তীকালে বউ কথা কও ধারাবাহিকে মূল মৌরি চরিত্রে অভিনয় করেন।