New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/06/mandira-lead.jpg)
মন্দিরার স্বামী রাজ কৌশলের শেষকৃত্যের মুহূর্ত ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ক্যামেরায়
মাত্র ৪৯ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন বলিউড পরিচালক রাজ কৌশল (Raj Kaushal)। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন মন্দিরা বেদি (Mandira Bedi)। তবে দুই সন্তানের মা মন্দিরা নিজেকে শক্ত করে একা হাতেই শেষকৃত্যের কাজ করেন। বেলা নাগাদ মুম্বইয়ের শিবাজি গ্রাউন্ডে রাজ কোশল চট্টোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুসংবাদ পেয়ে মন্দিরার বাড়িতে সাত-সকালেই পৌঁছন সমীর সোনি, রোহিত রায় এবং তাঁর স্ত্রী মানসি যোশী রায়। বুধবার রাজের মৃত্যুসংবাদ পাওয়ার ঘণ্টা খানেকের মধ্যেই বলিউডের তারকা দম্পতির বাড়িতে ভীড় জমান বন্ধু-বান্ধব তথা ঘনিষ্ঠরা। স্বামীর মুখাগ্নি করার সময়ও আবেগঘন হয়ে পড়েন অভিনেত্রী মন্দিরা। বন্ধু রাজ কৌশলকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন অভিনেতা আশীষ চৌধুরী। ধরা পড়ল ইন্ডিয়ান এক্সপ্রেস-এর ক্যামেরায়। মন্দিরাকে সমবেদনা জানাতে এবং বন্ধু পরিচালক-লেখক রাজকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রোহিত-রনিত, অভিনেতা আশীষ চৌধুরী-সহ আরও অনেকে। কঠিন সময়ে মন্দিরা বেদিকে সমবেদনা জানিয়েছেন অনুপম খের, পরিচালক অনির, কুণাল কোহলি, নেহা ধুপিয়া, রনি স্ক্রিউওয়ালা, সুধীর মিশ্র, মিনিসা লাম্বা এবং দিব্যা দত্ত।