New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/feature-imange-manto.jpg)
কলকাতায় এসেছিলেন পরিচালক নন্দিতা দাস এবং অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। মান্টো ছবির প্রচারে শহরে তাঁরা। কান ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর পর ভারতে কলকাতাকেই তাঁরা বেছে নিয়েছিলেন মান্টোর প্রথম স্ক্রিনিংয়ের জন্য।
কলকাতায় এসেছিলেন পরিচালক নন্দিতা দাস এবং অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। মান্টো ছবির প্রচারে শহরে তাঁরা। কান ও টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে দেখানোর পর ভারতে কলকাতাকেই তাঁরা বেছে নিয়েছিলেন মান্টোর প্রথম স্ক্রিনিংয়ের জন্য। কলকাতা শহর থেকেই শুরু করেছেন ছবির প্রচার। নন্দিতার কথায়, "কলকাতার দর্শকের মধ্যে যে বিচক্ষণতা রয়েছে, সেটা আমার ছবির জন্য ভাল।" কলকাতায় পা রাখলেন মান্টো। নওয়াজউদ্দিন সিদ্দিকি ও নন্দিতা দাস গত সপ্তাহেই এসেছিলেন তিলোত্তমায় মান্টো ছবির প্রচারে। টলিউডের বাছা বাছা কয়েকজনের তালিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়। মান্টো তাঁর কাছে স্পেশাল তো বটেই। শরীর ভীষণ অসুস্থ, কিন্তু নন্দিতা ডেকেছে, না গিয়ে উপায়? তাই ছবি দেখতে উপস্থিত নবনীতা দেব সেন। সারাদিন প্রচারের পর রাতে কলকাতার এক মাল্টিপ্লেক্সে হয়ে গেল ছবির স্ক্রিনিং। ছবির শেষে প্রংশসা ও সমালোচনা শুনলেন মান্টো অর্থাত নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি দেখে বেরোনোর পর নন্দিতার গলা জড়িয়ে ধরলেন অভিনেত্রী-পরিচালক আপর্না সেন। ছবি দেখানোর পর মন দিয়ে কথা শুনছেন নন্দিতা দাস। সামনের মানুষটি কিন্তু কল্যান রায়। নন্দিতা নার্ভাস ছিলেন। নিজেই জানালেন, "গৌতমদা, অপর্ণাদি এঁরা বসে রয়েছেন, টেনশন হচ্ছে।" সস্ত্রীক স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন বিক্রম ঘোষ। ছবি দেখার পর পোজ দিলেন জয়া শীল ঘোষের সঙ্গে। এদিন ছবি দেখতে হাজির ছিলেন পরিচালক গৌতম ঘোষ ও অশোক বিশ্বনাথন। ছবি দেখার পর হল থেকে বেরিয়ে আসছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবির দেখার পর কথোপকথন হল দুই পরিচালকের। ফ্রেমে একসঙ্গে ধরা দিলেন নন্দিতা দাস ও অপর্না সেন। এদিন ছবি দেখতে হাজির ছিলেন কলকাতার বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্ব। তবে টলিউড থেকে ছিলেন হাতে গোনা কয়েকজন। ছবিতে একাবলী খান্না। ছবি দেখে মন আপ্লুত, তাও মজা করতে ভোলেননি বিক্রম ঘোষ। শুভেচ্ছা জানালেন নওয়াজ-নন্দিতাকে। মান্টো ছবির পরিচালক নন্দিতা দাস। তিনি জানালেন, ভারতে মান্টোর প্রথম স্ক্রিনিংটাই হল কলকাতায়।