New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/miland-cover.jpg)
গাঁটছড়া বাঁধলেন মিলিন্দ সোমান
অবশেষে গাঁটছড়া বাঁধলেন মিলিন্দ সোমান এবং অঙ্কিতা কোনওয়ার। তাঁদের বিয়েতে পরিবারের ঘনিষ্ঠ লোকজন ছাড়া তেমন কেউকে দেখা যায়নি। বলা যেতে পারে বেশ লুকিয়ে চুরিয়ে বিয়ে সারলেন মিলিন্দ সোমান। এই মডেল অভিনেতার বিয়ের ছবি শেয়ার করলেন তাঁর এক ঘনিষ্ঠ বন্ধু। তাঁকে ঘিরে স্বপ্ন দেখতেন কিশোরী-তরুণীরা। সে ৯০-এর দশকের কথা। মিলিন্দ সোমানকে ঘিরে পাগলামির সীমা থাকত না তখন। সেই মিলিন্দ সোমান এবার বিয়েটা সেরেই ফেলছেন। পাত্রী তাঁর পুরনো প্রেমিকাই। অঙ্কিতা কোনওয়ার। বিয়ের অনুষ্ঠানে খুব ঘটা-পটা হবে না বলেই জানা গেছে। বিয়ে হবে মহারাষ্ট্রের আলিগড়ে। তার আগে মেহেন্দির অনুষ্ঠান ইতিমধ্যেই সারা হয়ে গেছে। দেখে নিন কিছু ছবি। সম্পর্ক নিয়ে কোনও রাখঢাক ছিল না মিলিন্দ সোমানের। প্রথম থেকেই প্রকাশ্য ছিল প্রেমিকা অঙ্কিতা কোনওয়ারের পরিচয়। ইনস্টাগ্রামে সম্প্রতি মিলিন্দ সোমান আর অঙ্কিতার মেহেন্দি অনুষ্ঠানের ছবি পোস্ট করা হয়েছে। ছবি পোস্ট করা হয়েছে মিলিন্দ সোমান ও তাঁর প্রেমিকার পিংকাথন ম্যারাথনেরও। ইন্সটাগ্রামে প্রায় এই প্রেমিকযুগলের ছবি পোস্ট করতে দেখা যায় কোনওরকম আড়ষ্টতা ছাড়াই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে প্রেমিকরা সঙ্গে নিজের ছবি শেয়ার করতেন মিলিন্দ সোমান। মিলিন্দ-অঙ্কিতার বিবাহিত জীবন সুন্দর হোক!