New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/mimi-nusrat-1.jpeg)
সংসদে বক্তব্য পেশ করলেন মিমি চক্রবর্তী ও নুসরত জাহান।
মঙ্গলবার সকালে দিল্লিতে হাজির মিমি ও নুসরত। এদিন সংসদে শপথ নিলেন তারা। বিয়ের পর চূড়া, সিঁদুর পরে লোকসভায় দেখা গেল নুসরতকে। হাতের মেহেন্দিও গাঢ় এখনও। আর মিমির পরনে ছিল সাদা সালোয়ার। ফোটো-ফেসবুক মিমি ও নুসরতের সঙ্গে এদিন ছিলেন নুসরতের বাবা। ফোটো- ফেসবুক তুরস্কের বোদরুমে নুসরতের বিয়েতে মিমি চক্রবর্তী। সেকরাণেই ১৮ জুন শপথ নিতে পারেননি তিনি। ফোটো- ইনস্টাগ্রাম পার্লামেন্টের লবিতে নুসরত জাহান ও মিমি চক্রবর্তী। ফোটো- ফেসবুক মঙ্গলবার শপথ নিলেন নব্য নির্বাচিত এই দুই তারকা সাংসদ। দু’জনেই বাংলায় শপথ বাক্য পাঠ করলেন। ফোটো- ইনস্টাগ্রাম নুসরত ও মিমির সঙ্গে দেখা গেল মানস ভুঁইয়াকে। ফোটো- ফেসবুক পার্লামেন্টের প্রথম দিনে মিমি চক্রবর্তী ও নুসরত জাহান। ফোটো- ফেসবুক ২৫ জুন তুরস্কের বোদরুম শহরে চার হাত এক হয়েছে নুসরত জাহান ও নিখিল জৈনের। তারপরেই সম্প্রতি দেশে ফিরেছেন এই জুটি। ফোটো- ইনস্টাগ্রাম