জনপ্রিয়তার শিখরে, তিনি ভারতের 'সাবঅল্টার্ন হিরো' মিঠুন
মিঠুন জনপ্রিয় হন 'ডিস্কো ডান্সার' ছবির জন্য। বলিউডের এই ডান্সার ছাপিয়ে যান দেশের বাইরেও। রাজ কাপুরের পর মিঠুনই সেই অভিনেতা যিনি বিদেশে এতখানি জনপ্রিয়তা পান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
জন্মদিনে মিঠুন চক্রবর্তী। ৬৬ বসন্ত পেরিয়ে এলেন বাংলার এই জনপ্রিয় নায়ক।
মিঠুন চক্রবর্তী, এই বঙ্গসন্তানের জন্মদিন রবিবার। গৌরাঙ্গ চক্রবর্তী নামে অধুনা বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন তিনি। জোড়াবাগান থেকে স্বপ্নের শহর মুম্বইয়ের যাত্রাটা মসৃণ ছিল না। তবুও নিজেকে নিয়ে গিয়েছেন উচ্চতার শিখরে। 'মৃগয়া' ছবির দিয়ে সেলুলয়েডে আত্মপ্রকাশ তাঁর। সেই ছবির জন্যই পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন মিঠুন। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
এরপরেই মিঠুন জনপ্রিয় হন 'ডিস্কো ডান্সার' ছবির জন্য। বলিউডের এই ডান্সার ছাপিয়ে যান দেশের বাইরেও। রাজ কাপুরের পর মিঠুনই সেই অভিনেতা যিনি বিদেশে এতখানি জনপ্রিয়তা পান। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
সিনেমার কারণে তিনবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র উৎসব। এছাড়াও ফিল্মফেরাও অ্যাওয়ার্ডও পেয়েছেন দু'বার। 'তাহাদের কথা', 'অগ্নিপথ', 'জল্লাদ', 'স্বামী বিবেকান্দ'-এর মতো ছবি রয়েছে এই পুরস্কারের তালিকায়। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
সাড়ে তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন মিঠুন। বাংলা, হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় ছবিতে দেখা গিয়েছে তাঁকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
শারীরিক অসুস্থার কারণে সিনেমা জগৎ থেকে প্রায় নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। বিগত তিন বছর বাংলা সিনেমায় দেখা যায়নি তাঁকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
প্রাক্তন রাজ্যসভার সাংসদকে দেখা গিয়েছে টেলিভিশন সঞ্চালক হিসাবেও। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
সম্প্রতি বলিউড ছবি 'তাসখন্দ ফাইল'-এ দেখা গিয়েছে মিঠুনকে। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
তবে মানস মুকুল পালের দীনেশ গুপ্তর বোয়োপিকে বাংলা ছবিতে ফিরতে পারেন এই নায়ক। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
কিছুদিন আগে চিকিৎসার জন্য বিদেশেও গিয়েছিলেন বলিউডে 'ব্যাডবয়'। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ
কখনও স্পটলাইটে তো কখনও আড়ালে, মিঠুন চক্রবর্তী নয় থেকে নব্বই সকলেরই 'মিঠুনদা'। ফোটো- এক্সপ্রেস আর্কাইভ