ভিয়েতনাম থেকে ঘুরে এসেছেন অনেকদিন। তাহলে এতদিন পরে সোশাল মিডিয়ায় তাঁর ছবি ভাইরাল হওয়ার কারণ! সে কারণ মনামি ঘোষ নিজেই। সম্প্রতি, সুইম স্যুট পরিহিত পুরনো ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম
ব্যস! অমনি ভাইরাল হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় এই অভিনেত্রীর প্রায় সমস্ত ছবি। ভেজা চুল, মানানসই কানের দুল ও নেলপলিশে নেটপাড়ায় উষ্ণতা ছড়াচ্ছেন পর্দার 'ইরাবতী'। ফোটো- মনামির ইনস্টাগ্রাম
বরাবরই ঘুরতে ভালবাসেন অভিনেত্রী। সুযোগ পেলেই থাইল্যান্ড, দুবাই থেকে ঘুরে আসেন তিনি। পুজোর আগেই গিয়েছিলে তাইল্যান্ডে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম
ডিডি বাংলায় 'সাতকাহন' ধারাবাহিক দিয়েই টেলিপর্দায় ডেবিউ করেছিলেন মনামি ঘোষ। এরপর একে একে 'এক আকাশের নীচে', বিন্নি ধানের খই, 'একদিন প্রতিদিন'-এর মতো জনপ্রিয় টেলি সিরিজের অংশ ছিলেন তিনি। ফোটো- মনামির ইনস্টাগ্রাম
একটি সাক্ষাৎকারে মনামি বলেছিলেন, ''এতবার থাইল্যান্ডে গিয়েছি যে গুণে বলতে পারব না।'' সম্প্রতি, 'ইরাবতীর চুপকথা' ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে মনামিকে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম
শহরের ভিড় থেকে দূরে নিজের মতো করে সময় কাটাতে কে না ভালবাসে। তবে মনামি এই স্বপ্নকে সত্যি করে তুলেছেন। ঘুরে বেড়ানো তার নেশার মতো। ফোটো- মনামির ইনস্টাগ্রাম
বর্তমানে ইনস্টাগ্রামে মনামির ফলোয়ার্স সংখ্যা ৬ লাখ ৪৪ হাজার। হবে নাই বা কেন, তিনি দর্শকের ড্রয়িংরুমে অন্যতম পছন্দের মুখ যে। ফোটো- মনামির ইনস্টাগ্রাম
শোনা যাচ্ছে, নতুন বছরটাও থাইল্যান্ডে কাটাতে চলেছেন মনামি। ২৬ ডিসেম্বর উড়ে যাচ্ছেন, ফিরবেন ১ জানুয়ারী। আশা করা যায়, আবার বেশ কিছু নতুন ছবি দেখার সুযোগ পাবেন ফ্যানেরা। ফোটো- মনামির ইনস্টাগ্রাম