/indian-express-bangla/media/media_files/2025/01/21/SsifUbhyi9ZPZA2m7XV0.jpg)
তদন্তের স্বার্থে ছোটে নবাবকে কোন ৯ টি প্রশ্ন করতে পারে মুম্বই পুলিশ?
/indian-express-bangla/media/media_files/2025/01/17/S2pzB7e3wRUPPphYgMm8.jpg)
৯ টি প্রশ্নের সম্ভবনা
মুম্বই পুলিশ সইফ আলি খানের হামলাকারী শরিফুল ইসলামকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ১৫ জানুয়ারি বুধবার মধ্যরাতে 'সৎগুরু শরণ'-এ ঢুকে হামলা চালায় এই দুষ্কৃতী। মঙ্গলবার লীলাবতী হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন পতৌদি নবাব সইফ আলি খান। এই প্রসঙ্গে এবার ছোটে নবাবকে প্রশ্ন করবে মুম্বই পুলিশ। সম্ভবত ন'টি প্রশ্ন করতে পারে মুম্বই পুলিশ।
/indian-express-bangla/media/media_files/2025/01/17/RISOdNeko1U1YKBny40P.jpg)
প্রথম প্রশ্ন
সইফের উপর হামলার ঘটনার তদন্তের প্রয়োজনে মুম্বই পুলিশের প্রশ্নতালিকায় থাকতে পারে ১৫ জানুয়ারি মধ্যরাতে বাড়িতে কারা ছিলেন? সেই রাতে ঠিক কী ঘটেছিল?
/indian-express-bangla/media/media_files/2025/01/17/tzo5aOKa93l0coMXyeMg.jpg)
দ্বিতীয় প্রশ্ন
সইফকে মুম্বই পুলিশ জিজ্ঞেস করতে পারে হামলাকারীর ব্যাপারে আপনি জানলেন কী ভাবে? সেই মুহূর্তে কী করলেন?
/indian-express-bangla/media/media_files/2025/01/17/sVuB0pAnRk7twXIrIlfS.jpg)
তৃতীয় প্রশ্ন
হামলাকারীর হাতে কী অস্ত্র ছিল আর সেটি কখন আপনার নজরে আসে? পুলিশি তদন্তে সইফের জন্য এই প্রশ্নটিও হয়ত অপেক্ষা করছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/08/saif-ali-khan-010.jpg)
চতুর্থ প্রশ্ন
হামলা করার পর হামলাকারী কোন দিকে পালিয়ে যায়? ছুরিঘাতের ঘটনার তদন্তের স্বার্থ সইফকে এই প্রশ্নটি করতে পারে মুম্বই পুলিশ।
/indian-express-bangla/media/media_files/2025/01/19/pyVZNScjLAz6RHr5n3wC.jpg)
পঞ্চম প্রশ্ন
ঘটনার সময় আপনার স্ত্রী, সন্তান, গৃহকর্মীরা সকলে কোথায় ছিলেন? সইফের কাছে প্রশ্ন করতে পারে মুম্বই পুলিশ।
/indian-express-bangla/media/media_files/2025/01/17/dDurRYx1Z7X12hPNYYz8.jpg)
ষষ্ঠ প্রশ্ন
আহত হওয়ার পর কাকে প্রথম ফোন করেছিলেন বা বিষয়টি জানিয়েছিলেন? এটি নিঃসন্দেহে পুলিশের তরফে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/ls-saif-ali-kjan.jpg)
সপ্তম প্রশ্ন
পুলিশ জানতে চাইতে পারে ঘটনার সময় আপনার দেহরক্ষীরা কোথায় ছিলেন?
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/05/ls-xkareena-saif1-1585827159-jpg-pagespeed-ic-2kcjroyaq9-1597231180.jpg)
অষ্টম প্রশ্ন
আগে কখনও আপনার আশেপাশে এই হামলাকারীকে দেখেছেন? এই প্রশ্নটি করার সম্ভবনা রয়েছে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/ls-saif-759.jpg)
নবম প্রশ্ন
সইফের উপর হামলার ঘটনায় পুলিশ যে প্রশ্নটি করতে পারেন তা হল বিগত কয়েক দিনে কখনও মনে হয়েছে আপনাকে কেউ ফলো করছে?