বৃহস্পতিবার দিল্লির বিজ্ঞান ভবনে ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির মাত্র ১১ জনকে স্বহস্তে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্কের ঝড় ওঠে। এদিন সেরা অভিনেত্রী হিসেবে জন্য মরণোত্তর সম্মানে ভূষিত করা হয় শ্রীদেবীকে। সেরা অভিনেতার পুরস্কার পান ঋদ্ধি সেন। Source: President of India/Twitter -
মম ছবির আবহ সংগীত পরিচালনার জন্য সম্মানিত হলেন এ.আর.রহমান। Express Photo: Tashi Tobgyal
মঞ্চে বাবা বনি কাপুরের সঙ্গে ছিলেন শ্রীদেবীর দুই কন্যা জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। Source: APH Images মায়ের শাড়ি পরেই পুরস্কারের মঞ্চে জাহ্নবী কাপুর। Express Photo: Tashi Tobgyal জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠান চলাকালীন কথোপকথনরত জাহ্নবী ও খুশি। Express Photo: Tashi Tobgyal -
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবেগমথিত হয়ে পড়েছিলেন প্রয়াত শ্রীদেবীর স্বামী চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর। Express Photo: Tashi Tobgyal
-
নগরকীর্তন ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কৃত হলেন ঋদ্ধি সেন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। Express Photo: Tashi Tobgyal
-
৬৫ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দিব্যা দত্তা, পঙ্কজ ত্রিপাঠি, গনেশ আচারিয়া এবং রিদ্ধি সেন। Express Photo: Tashi Tobgyal
নিউটন ছবিতে অভিনয়ের জন্য পুরস্কৃত হলেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। তাঁর হাতে পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী স্মৃতি ইরানি। Express Photo: Tashi Tobgyal -
মম ছবিতে অভিনয়ের জন্য সম্মানিত হলেন শ্রীদেবী। প্রয়াত অভিনেত্রীর হয়ে পুরস্কার নিতে মঞ্চে উপস্থিত শ্রীদেবীর স্বামী ও দুই কন্যা।
-
দ্বিতীয়বারের জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত গণেশ আচারিয়া। টয়লেট এক প্রেম কথা ছবির গান ‘লাথ মার’-এর কোরিয়োগ্রাফির জন্য এবার পুরস্কার পেলেন তিনি।
ইরাদা ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্রের পুরস্কার পেলেন দিব্যা দত্ত। তাঁর হাতে পুরস্কার তুলে দেন স্মৃতি ইরানি। Express Photo: Tashi Tobgyal -
শাড়িতে জাহ্নবী কাপুর ও ট্র্যাডিশনাল পোশাকে খুশি কাপুর শ্রীদেবীর কথা মনে পড়িয়ে দিলেন। Express Photo: Tashi Tobgyal
-
জাতীয় পুরস্কারের মঞ্চে একসঙ্গে কাপুর পরিবার এবং অক্ষয় ও কবিতা খান্না । Express Photo: Tashi Tobgyal
-
চলচ্চিত্রে দেশের সর্বোচ্চ জাতীয় সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হলেন বিনোদ খান্না। প্রয়াত এই অভিনেতার পক্ষে পুরস্কার গ্রহণ করলেন অক্ষয় খান্না ও কবিতা খান্না। Source: APH Images
