বলিউডের শক্তিশালী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী আজ জন্মদিন পালন করছেন।আজ নওয়াজউদ্দিনের ৪৯তম জন্মদিন।'সারফারোশ' ছবিতে ছোট্ট একটি চরিত্রে বলিউডে অভিষেক হয় নওয়াজের।উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের বাসিন্দা, নওয়াজ বলিউডে সাফল্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করেছেন।একসময় ক্ষুধার্ত ঘুমানো নওয়াজ আজ কোটি টাকার মালিক।কিছুদিন আগে মুম্বাইয়ে নিজের বিলাসবহুল বাংলো বানিয়েছেন।এই বাংলোটির দাম ১২ কোটি টাকারও বেশি।কর্মজীবনের শুরুতে, নওয়াজ একজন রাঁঝুনি এবং ওয়াচম্যান হিসাবেও কাজ করেছিলেন।বর্তমানে নওয়াজ একটি ছবির জন্য প্রায় ৬ কোটি টাকা নেন।এছাড়া বিজ্ঞাপন থেকেও ভালো আয় করেন নওয়াজএকটি বিজ্ঞাপনের জন্য এক কোটি টাকা নেন নওয়াজ।নওয়াজের মোট সম্পদ আছে ৯৬ কোটি টাকা।