
বিয়ের পর প্রথমবার জামাইষষ্ঠী বলে কথা, আদর-আপ্যায়ণ হবে না, তা আবার হয় নাকি! নীল ভট্টাচার্যের (Neel Bhattacharya) ব্যাপার-স্যাপারও খানিক সেরকমই।

কিন্তু দিনের বেলা শ্যুটিং থাকায় রাতেই জামাই-আদরের বন্দোবস্ত করতে হয়েছে তৃণা সাহার (Trina Saha) মা সবিতাদেবীকে। নৈশভোজে জমিয়ে খাওয়া-দাওয়া হবে। সেরকমটাই প্ল্যান।

জামাইয়ের পাশাপাশি মেয়ের পছন্দের রান্নাও করবেন সবিতাদেবী। মেনুতে বাঙালিয়ানার পাশাপাশি কন্টিনেন্টালের ছোঁয়াও রয়েছে।

শ্যুটিং সেরে রাতেই বাড়িতে যাবেন নীল এবং তৃণা। একমাত্র মেয়ে-জামাই বলে কথা, তাই তাঁর পছন্দের মিষ্টি- রাবড়ি, গুলাবজামুন আনিয়েছেন তৃণার মা।

মাটন, পাতুরি, ধোকার ডালনা, পোলাও এসব তো থাকছেই। সব পদই রান্না করে রেখেছেন তৃণার মা। মেয়ে-জামাই শ্যুটিং থেকে ফিরলেই গরম করে পরিবেশন করবেন।