ব্লাডহন্ডস
অ্যাকশন-থ্রিলার লাভার্সদের জন্য অন্যতম সেরা পছন্দ হতে পারে ব্লাডহন্ডস। দক্ষিণ কোরিয়ান এই ড্রামা সিরিজে দুজন বক্সারের গল্পের প্রতিটি পরতে রয়েছে থ্রিলারের স্বাদ। দোসর মারকাটারি অ্যাকশন।
ব্রেকিং ব্যাড
আমেকিরান ক্রাইম সিরিজ ব্রেকিং ব্যাড। ক্যানসারের তৃতীয় স্তরে থাকা এক স্কুল শিক্ষক পরিবারের আর্থিক কাঠামো মজবুত করতে কী ভাবে মাদক তৈরির সঙ্গে যুক্ত হয়ে যায় সেই প্রেক্ষিতে তৈরি হয়েছে ব্রেকিং ব্যাড।
ডেজিগনেটেড সারভাইভর
আমেকিরান পলিটিক্যাল থ্রিলার ডেজিগনেটেড সারভাইভর-এ রয়েছে অ্যাকশন-থ্রিলারের স্বাদ। যা নিঃসন্দেহে আপনাকে বিনোদন দেবে।
ফিউরিয়াস
ফরাসি অ্যাকশন সিরিজ ফিউরিয়াস। যাঁরা অ্যাকশন-থ্রিলার ভালবাসে তাঁদের জন্য এটা হতে পারে পারফেক্ট চয়েজ।
মাই নেম
দক্ষিণ কোরিয়ান অ্যাকশন-থ্রিলার সিরিজ মাই নেম। শুরু থেকে শেষ জমজমাট অ্যাকশন-রহস্যে মোড়া। যা সিরিজের শেষ পর্যন্ত দর্শকের উৎসাহকে ধরে রাখবে।
স্নোপিয়ার্সার
post-apocalyptic সিরিজ স্নোপিয়ার্সার। নেটফ্লিক্সের অ্যাকশন-থ্রিলার সিরিজের তালিকায় এটি উল্লেখযোগ্য। যেখানে রয়েছে অ্যাকশন-থ্রিলারের স্বাদ।
ট্যাক্সি ড্রাইভার
নেটফ্লিক্সে রয়েছে আরও এক দক্ষিণ কোরিয়ান সিরিজ যেখানে দর্শক অ্যাকশন-থ্রিলারের স্বাদ আস্বাদন করতে পারবে।
দ্য অসুন্টা কেস
Asunta Basterra-র হত্যাকাণ্ডের উপর নির্মিত দ্য অসুন্টা কেস সিরিজটি। খুনের তদন্তের সঙ্গে জড়িয়ে রয়েছে রহস্য। নেটফ্লিক্সে অ্যাকশন-থ্রিলার সিরিজের তালিকায় নিঃসন্দেহে দ্যা অসুন্টা কেস-কে রাখতে পারেন।
দ্য ব্ল্যাকলিস্ট
নেটফ্লিক্সের আমেরিকান ক্রাইম থ্রিলার দ্যা ব্ল্যাকলিস্ট। মানি হিস্টের থেকেও নেটফ্লিক্সের পাওয়ারফুল অ্যাশন-থ্রিলার শোয়ের তালিকায় নিঃসন্দেহে রাখতে পারেন দ্য ব্ল্যাকলিস্ট।
হোয়েন দ্যা ফোন রিংস
অ্যাকশন-থ্রিলারে ভরপুর নেটফ্লিক্সের আরও দক্ষিণ কোরিয়ান সিরিজ হোয়েন দ্যা ফোন রিংস। নতুন বছরের শুরুতেই যদি অ্যাকশন-থ্রিলার দেখার ইচ্ছে হয় তাহলে দেরি না করে দেখে ফেলুন এই সিরিজটি।