New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/07/nusrat-759.jpeg)
উলটো রথে ইসকন মন্দিরে নুসরত জাহান ও নিখিল জৈন। ছবি সৌজন্যে- টিম নুসরত রীতিমতো নিয়ম মেনে রথের দড়ি টানলেন। ছবি সৌজন্যে- টিম নুসরত ইসকন কর্তৃপক্ষের তরফেই আমন্ত্রিত ছিলেন সাংসদ। ছবি সৌজন্যে- টিম নুসরত সবুজ রঙের সালোয়ার-কুর্তা পরে যাবতীয় আচার পালন করলেন নুসরত। ছবি সৌজন্যে- টিম নুসরত গতবছরও স্বামী নিখিল জৈনকে নিয়ে ইসকনে গিয়েছিলেন নুসরত। ছবি সৌজন্যে- টিম নুসরত সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ছবি সৌজন্যে- টিম নুসরত সমস্ত কটাক্ষ উপেক্ষা করেই ফের এবছর ইসকনে গেলেন নায়িকা। ছবি সৌজন্যে- টিম নুসরত