New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/07/6-1.jpg)
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এসেছিলেন নুসরত ও নিখিলকে আর্শীবাদ জানাতে। ফোটো- সোশাল
বৃহস্পতিবার কলকাতার একটি পাঁচতারা হোটেলে হয়ে গেল নুসরত ও নিখিলে রিসেপশন পার্টি। উপস্থিত ছিলেন শহরের নামীদামী ব্যক্তিত্বরা। ফোটো- @tollyonline/Instagram নিজের ইনস্টাগ্রামেও নিখিলের সঙ্গে রোমান্টিক ছবনি পোস্ট করেছেন নায়িকা সাংসদ। ফোটো- নুসরতের ইনস্টাগ্রাম বন্ধুর রিসেপশন, খোশমেজাজে ধরা ছিলেন মিমি চক্রবর্তী। জানালেন তাঁর অনুভূতির কথা। ফোটো- @tollyonline/Instagram সস্ত্রীক আবির চট্টোপাধ্য়ায়ও হাজির ছিলেন অনুষ্ঠানে। ফোটো- @tollyonline/Instagram অভিনেতা জিতের সঙ্গেও পোজ দিলেন তাঁর রিল লাইফের নায়িকা। ফোটো- @tollyonline/Instagram লালা লেহেঙ্গায় সেজেছিলেন নববধূ আর নিখিলকে দেখা গেল কালো শেরওয়ানিতে। ফোটো- অভিনেতা জিতের সঙ্গেও পোজ দিলেন তাঁর রিল লাইফের নায়িকা। ফোটো- @tollyonline/Instagram প্রিয়াঙ্কা সরকার। ফোটো- @tollyonline/Instagram সবুজ শাড়িতে স্নিগ্ধ দেখাচ্ছিল রাইমা সেনকে। ফোটো- @tollyonline/Instagram টলিউড আর রাজনৈতিক ব্যক্তিত্বদের মিশেলে এ ছিল এক তারকাখচিত সন্ধ্যে। ফোটো- @tollyonline/Instagram বিয়ের পর একসঙ্গে প্রথমবার কোনও সামাজিক অনুষ্ঠানে দেখা গেল শ্রাবন্তী ও তাঁর স্বামী রোশনকে। ফোটো- @tollyonline/Instagram তনুশ্রী চক্রবর্তীও ছিলেন অনুষ্ঠানে। ফোটো- tollyonline/Instagram