নুসরত-নিখিলের বিয়েতে হাজির ছিলেন মিমি চক্রবর্তী। ফোটো- ইনস্টাগ্রাম
২৫ জুন তুরস্কের বোদরুম শহরে চার হাত এক হয়েছে নুসরত জাহান ও নিখিল জৈনের। তারপরেই সম্প্রতি দেশে ফিরেছেন এই জুটি। ফোটো- ইনস্টাগ্রাম
১৯ তারিখে তুরস্কের বোদরুম শহরে জাকজঁমক আয়োজনে বিয়ে করলেন নুসরত জাহান। বোদরুমের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় বসেছিল বিয়ের আসর। সেখানে ১৫ তারিখ রাতেই উড়ে গিয়েছিলেন নব দম্পতি। আগামী ৪ জুলাই কলকাতার পাঁচতারা হোটেলে হবে রিসেপশন পার্টি। ফোটো- ইনস্টাগ্রাম
২০ জুন রাতে ছিল ‘হোয়াইট ওয়েডিং ফরমাল’।ফোটো- ইনস্টাগ্রাম
সম্প্রতি কলকাতা ফিরেছেন নবদম্পতি। আপাতত আলিপুরের ফ্ল্যাটেই থাকবেন নুসরত-নিখিব। ফোটো-ইনস্টাগ্রাম
নিখিলের সঙ্গে ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মিমি। ফোটো- ইনস্টাগ্রাম
নুসরতের পুরোন ফ্ল্যাটেই অফিস তৈরি করবেন নায়িকা। সমস্ত কাজ সেখান থেকেই করবেন।ফোটো- ইনস্টাগ্রাম
পাত্র কলকাতারই ছেলে। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর বিদেশে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেছেন নিখিল। ফোটো- ইনস্টাগ্রাম
আগামী ৪ জুলাই কলকাতার পাঁচতারা হোটেলে হবে রিসেপশন পার্টি। ফোটো- ইনস্টাগ্রাম
মঙ্গলবার সকালে দিল্লিতে হাজির মিমি ও নুসরত। এদিন সংসদে শপথ নিলেন তারা। বিয়ের পর চূড়া, সিঁদুর পরে লোকসভায় দেখা গেল নুসরতকে। হাতের মেহেন্দিও গাঢ় এখনও। আর মিমির পরনে ছিল সাদা সালোয়ার। ফোটো- ইনস্টাগ্রাম
ঘনিষ্ঠ আত্নীয় স্বজন ও বন্ধুবান্ধবরা উপস্থিত ছিল নুসরতের বিয়েতে। ফোটো- ইনস্টাগ্রাম