New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/omerta-screening-12.jpg)
ডেভিড ধাওয়ান থেকে শেখর কাপুর, ভূমি পেডনেকর বলিউডের ভিড় ওমরতা স্ক্রিনিংয়ে
২৯ এপ্রিল মুম্বইয়ে হয়ে গেল হনসল মেহেতার ছবি ওমরতার স্পেশাল স্ক্রিনিং। ছবি প্রদর্শন অনুষ্ঠানে হাজির ছিলেন রাজকুমার রাও থেকে ডেভিড ধাওয়ান, ফতিমা সানা শেখ, সাইয়ামি খের,অলংকৃতা শ্রীবাস্তব। Source: Photo by Varinder Chawla ক্যামেরাবন্দি দুই চলচ্চিত্র পরিচালক হনসল মেহেতা ও ডেভিড ধাওয়ান। Source: Photo by Varinder Chawla স্ক্রিনিংয়ে হাজির ছিলেন দঙ্গল পরিচালক নীতেশ তেওয়ারি ও বরেলি কি বরফির পরিচালক অশ্বিনী আইয়ার তেওয়ারিও। Source: Photo by Varinder Chawla এদিনের প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রাকুল প্রীত, সাইয়ামি খের এবং অলংকৃতা শ্রীবাস্তবও। Source: Photo by Varinder Chawla ট্যুইটারে ওমরতার প্রশংসায় পঞ্চমুখ শেখর কাপুর। রাজকুমার রাও প্রমাণ করেছেন, তিনিই তরুণ অভিনেতাদের মধ্যে সেরা, বলেছেন শেখর কাপুর। Source: Photo by Varinder Chawla ছবির স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন ভূমি পেডনেকরও। Source: Photo by Varinder Chawla রবিবার নিজের ৫০তম জন্মদিন উদযাপন করলেন পরিচালক হনসল মেহেতা। Source: Photo by Varinder Chawla আগামী ৪ মে মুক্তি পাবে ওমরতা। Source: Photo by Varinder Chawla