New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/koel-759.jpg)
শুভ জন্মদিন কোয়েল মল্লিক। জন্মদিনে অভিনেত্রীর কিছু ছবি। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম
এই গ্রীষ্মেই তাঁর বাড়িতে নতুন অতিথি আসছে। মা হতে চলেছেন টালিপাড়ার কুইন। তবে আজকের দিনে দ্বিগুণ খুশি তাঁর পরিবার। আজ কোয়েল মল্লিকের জন্মদিন। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম টলি কুইন অপেক্ষায় নতুন প্রাণের। এপ্রিলের শেষে কিংবা মে-এর শুরুতেই মিলতে পারে সুখবর। ঘরবন্দি হয়ে পঞ্চম শ্রেণিতে মায়ের শাড়ি পরে সরস্বতী পুজোর ফোটো শেয়ার করে অবসর যাপন করছেন নায়িকা। ফোটো- কোয়েল মল্লিক ইনস্টাগ্রাম আর কয়েকদিনের মধ্যেই প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন কোয়েল মল্লিক। খবরটা জানিয়েছিলেন নিজেই, সোশাল মিডিয়ায় পোস্ট করে খুশির খবর দিয়েছিলেন রানে ও কোয়েল। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম মা ও সন্তানের জন্মদিন একই মাসে হবে কিনা জানা নেই, তবে আপাতত চিকিৎসকের পরামর্শ মেনে যোগা, আরাম ও মন ভাল রেখেই চলছেন কোয়েল। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম টলিউডের প্রযোজক নিসপাল সিং রানের সঙ্গে ২০১৩ সালে গাঁটছড়া বাঁধেন কোয়েল। লকডাউনে শ্বশুরবাড়িতে রয়েছেন কোয়েল। তবে নিয়মিত যোগাযোগ রয়েছে বাবা-মায়ের সঙ্গে। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম বহুবারই কোয়েলের মা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছে, কিন্তু সে সবে কখনওই পাত্তা দেননি বিশেষ। বরাবরের মতো গুজব এড়িয়েই চলেছেন তিনি। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম সন্তানসম্ভবা হওয়াার খবর জানানোর পর কোয়েল বলেছিলেন, ”যতটা ভাল থাকা যায়, আছি (হাসি)। খবরটা জানানোর পর এত মানুষের শুভেচ্ছা পেয়েছি আমি আপ্লুত। প্রত্যেকের বার্তার হয়তো জবাব দিতে পারিনি কিন্তু শুভন্যুধায়ীদের ভালবাসা পেয়ে আনন্দিতও।” ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম বরাবরই শান্ত স্বভাবের কোয়েল কিন্তু স্পষ্ট বক্তা। নিজের মত খোলাখুলিই সামনে রাখেন তিনি। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম গতবছর নিজের বিবাহবার্ষিকীর দিনই সুখবর জানিয়েছিলেন তারকা দম্পতি। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম করোনা মোকাবিলায় তৈরি শর্ট ফিল্ম ঝড় থেমে যাবে একদিন-এও অভিনয় করেছেন কোয়েল। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম লকডাউন মিটলে এবং সন্তান পৃথিবীতে আসার পরই মুক্তি পাবে কোয়েলের বেশ কয়েকটি ছবি। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম পরের মিতিন মাসি ছবির শুটিংয়ের পরিকল্পনাও রয়েছে। ফোটো- কোয়েলের ইনস্টাগ্রাম