-
শহরে ‘শেরদিল’। পঙ্কজ ত্রিপাঠিকে নিয়ে ভিক্টোরিয়া ঘুরলেন সৃজিত মুখোপাধ্যায়। শুধু তাই নয়, পরিচালকের সঙ্গে জমিয়ে ঝাল দিয়ে খেলেন ফুচকাও খেলেন বলিউড অভিনেতা। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
কলকাতার জামাই বলে কথা! আর জামাইষষ্ঠীর ঠিক পরেই কলকাতায় পঙ্কজ পা রাখলেন। সাদগোজেও জামাই-আনা। পরনে সাদা খদ্দরের পাঞ্জাবি। একপাশে শাল। চোখে রোদচশমা। ‘শেরদিল’ অভিনেতা পঙ্কজকে দেখতে তখন ভিক্টোরিয়ার বাইরে উপচে পড়েছে ভিড়। অনুরাগীদের সামাল দিতে নাস্তানাবুদ নিরাপত্তরক্ষীরা। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
অভিনেতাকে নিয়ে দিব্যি ভিক্টোরিয়ার গেটে ক্যামেরার সামনে পোজ দিলেন মুখুজ্জ্যেমশাই। খোশমেজাজে আড্ডা জুড়লেন পঙ্কজের সঙ্গে। পরিচালক ও অভিনেতার এমন রসিকতাই ধরা পড়ল ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার ক্যামেরায়। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
প্রসঙ্গত, ‘শেরদিল’ সৃজিতের স্বপ্নের প্রজেক্ট। আগেভাগেই পরিচালক তা খোলসা করে দিয়েছেন। গত নভেম্বর মাসে লাটাগুড়ি, গরুমারা ফরেস্টে গিয়ে গোটা টিম নিয়ে শুটিং করেছেন তিনি। সামনেই মুক্তি। তার প্রাক্কালেই কলকাতায় প্রচার করে গেলেন পঙ্কজ ত্রিপাঠি। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
‘মির্জাপুর’-এর ‘কালিন ভাইয়া’র ‘শেরদিল’ অবতার দেখে তো অনুরাগীরা উন্মাদনায় ফুটছেন। গল্পটা কীরকম? ডুয়ার্সের জঙ্গলে গিয়ে বাঘের খপ্পড়ে পড়েছিলেন পঙ্কজ। সেটাও অবশ্য সিনেমার চিত্রনাট্যের জন্যই। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
পাশাপাশি, পঙ্কজের প্রশংসায় পঞ্চমুখ পরিচালক সৃজিত। যেহেতু দেশের বিভিন্ন স্থানে ঘুরেছেন অভিনেতা, তাই গ্রাম্য চরিত্রকে বেশ সাবলীলভাবে তুলে ধরেছেন তিনি। দুই তারকাই খাদ্য রসিক। শুটিংয়ের সময় মুরগি কষা থেকে শুরু করে পোস্ত সবই খেয়েছেন পঙ্কজ। ফাঁস করলেন সৃজিত। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
প্রসঙ্গত, ২০১৯ সালেই ‘শেরদিল’ ছবির ঘোষণা করে ফেলেছিলেন সৃজিত মুখোপাধ্যায়। ‘সাবাশ মিঠু’ তখনও তাঁর ঝুলিতে আসেনি। মাঝে অতিমারী ভোগান্তি। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
‘শেরদিল’ হিসেবমতো সৃজিতের দ্বিতীয় হিন্দি ছবি। ‘বেগমজান’-এর ক্ষেত্রে দর্শকরা খানিক আশাহত হলেও ‘শেরদিল’ নিয়ে উন্মাদনা তুঙ্গে। কারণ, এই ছবির গল্প সত্য ঘটনা অবলম্বনে। উপরন্তু এহেন ডাকসাইটে কাস্টিং- পঙ্কজ ত্রিপাঠী, নীরজ কবি। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
-
পঙ্কজ ত্রিপাঠীর পাশাপাশি এই ছবিতে নীরজ কবি, সায়নী গুপ্তাও অভিনয় করেছেন। পঙ্কজের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করেছেন সায়নী। (এক্সপ্রেস ফটো- শশী ঘোষ)
